উসাইন বোল্ট একটি বিদ্যুৎ চমকের নাম। ঝড়ের চেয়েও বেশি। কিন্তু শুক্রবার লন্ডনের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে দৌড়ালেন। শুরুটা ধীর ছিলো। কিন্তু তিনি বোল্ট। সর্বকালের সেরা ১০০ মিটার স্প্রিন্টার। ৯.৫৮ তার বিশ্ব রেকর্ড টাইমিং। সেই বোল্টকে লন্ডনের অ্যানিভার্সারি গেমসে হারায় সাধ্য কার! ইনজুরি থেকে ফিরেই ১০০ মিটার জিতলেন। এই জ্যামাইকান স্টেডিয়ামের ভারি আবহাওয়ায় এক নম্বর হতে সময় নিয়েছেন ৯.৮৭ সেকেন্ড। তাই দৌড় শেষে এক প্রতিক্রিয়ায় বোল্ট বলেন, 'আমি আসলে সত্যিকার অর্থেই খুব জোরে দৌড়াতে চেয়েছিলাম। কিন্তু কাছাকাছি পৌঁছাতে পেরেছি।'
গতির হিসেবে বোল্টের এটি বছরের ষষ্ঠ সেরা টাইমিং। কিন্তু আমেরিকান জাস্টিন গ্যাটলিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার জন্য হুমকি হয়ে আছেন। এই মৌসুমে ৯.৭৪ তার ও বছরের সেরা টাইমিং।
এদিকে, আগামী মাসে বোল্টকে নামতে হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখতে।
উল্লেখ্য, ২০১২ অলিম্পিকে কুইন এলিজাবেথ পার্ক স্টেডিয়ামেই তিনটি সোনার পদক জিতেছিলেন উসাইন বোল্ট।
বিডি-প্রতিদিন/২৫ জুলাই ২০১৫/শরীফ