পেসার জুনাইদ খানকে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আচরণে ক্ষুব্ধ ওয়াসিম আকরাম। প্রতিভাবান এ পেসারের সঙ্গে পিসিবি যথাযথ আচরণ করছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। স্পট ফিক্সিংয়ের দায়ে মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির নিষিদ্ধ হওয়ার পর ২০১১ সালে অভিষেক হয় জুনাইদের। দু'জন সমীহ জাগানো পেসার নিষিদ্ধ হওয়ার পর জুনাইদকে অনেক সম্ভাবনা দেখছিলেন ওয়াসিম আকরাম। কিন্তু পিসিবি তাকে নিয়মিত দলে না নিয়ে তার প্রতি অন্যায় করছে বলে মনে করেন আকরাম। এতে তার প্রতিভা প্রকাশের সুযোগ কমে গেছে বলে মনে করেন তিনি।
২০১৪ সালের অক্টোবরে হাঁটুর ইনজুরিতে পড়েন জুনাইদ। এতে চলতি বছর অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন তিনি। পরে সুস্থ হয়ে তিনি মাত্র ৪ টেস্ট খেলতে পেরেছেন। কিন্তু জুনাইদের ইনজুরির পরিচর্যার জন্য পিসিবি যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করলেন ওয়াসিম আকরাম।
ওয়াসিম আকরাম বলেন, 'জুনাইদ আমার একজন প্রিয় পেসার। আমি তাকে নিয়ে অনেক আশা করি। কিন্তু পিসিবি'র নির্বাচকরা তাকে নিয়ে লুকোচুরি খেলেছে। ইচ্ছা মতো কখনো দলে রেখেছে আবার কখনো ছেটে ফেলেছে। আমি জানি না, এর জন্য আসলে কে দায়ী- নির্বাচকমণ্ডলী নাকি কোচ।'
জুনাইদকে নিয়ে আলাদা পরিকল্পনা করলে পাকিস্তান ক্রিকেট অনেক উপকার পাবে বলে মনে করেন আকরাম। আর এ জন্য তাকে নিয়মিত দলে রাখার সুপারিশ করলেন। তিনি অারো বলেন, 'নির্বাচকরা জুনাইদকে এক ফরমেটে রাখে তো অন্য ফরমেটে বাদ দেয়। আমার মনে হয়ে তাকে নিয়মিত খেলানো উচিৎ। পরিকল্পনা করে তাকে নিয়মিত দলে নেয়া হলে পাকিস্তান ক্রিকেট অনেক উপকার পাবে বলে আমার আশা।'
জুনাইদকে নিয়ে ওয়াসিম আরো বলেন, 'আমি প্রতি ম্যাচেই একজন খেলোয়াড়ের কাছ থেকে ৫ উইকেট প্রত্যাশা করতে পারেন না। এক ম্যাচে ভালো করলে পরের ম্যাচেও ভালো করবে, এমনটা নাও হতে পারে। আর এ জন্য কাউকে দল থেকে বাদ দেয়া ঠিক নয়।'
লাহোরে আগামী সপ্তাহ থেকে পেসারদের একটি বোলিং ক্যাম্প করাবেন আকরাম। পাকিস্তানের পেস বোলারদের ভার নিয়ে তিনি বলেন, 'পৃথিবীর অনেক প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু পাকিস্তানরে পেস বোলিং সম্পদ শেষ হবে না। পেস বোলিং নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। তবে তরুণ পেসারদের পরিচর্যা করতে হবে।'
বিডি-প্রতিদিন/২৫ জুলাই ২০১৫/শরীফ