দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার ঢাকার মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজ শনিবার ওই টেস্টের জন্য ১৪ সদস্যের অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অভিষেক টেস্টে চার বলে তিন উইকেট নেওয়া বাঁহাতি মুস্তাফিজুর রহমান দলে জায়গা ধরে রেখেছেন। দলে জায়গা ধরে রেখেছেন চট্টগ্রাম টেস্টে তিন উইকেট নেওয়া জুবায়ের হোসেন ও ৫০ রানের চমৎকার একটি ইনিংস খেলা লিটন দাসও।
এদিকে, প্রথম টেস্টে একাদশের বাইরে থাকা রুবেল হোসেন, সৌম্য সরকার ও নাসির হোসেনও আছেন দ্বিতীয় টেস্টের দলে।
বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/২৫ জুলাই, ২০১৫/মাহবুব