বাংলাদেশ চাইলে টেস্টেও অনেক ভালো পারফর্ম করতে পারবে। চট্টগ্রাম টেস্টে ভালো খেলে টাইগাররা সেটাই প্রমাণ করেছে। এই টেস্ট দিয়ে বাংলাদেশ দল উন্নতির পথে হাঁটা শুরু করেছে বলে আজ শনিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এসব কথা বলেন।
মুশফিক বলেন, 'ওয়ানডে ক্রিকেটে যেভাবে ভালো করছি, টেস্টে সেটা পারছি না। এটা ভুল প্রমাণ করা দরকার ছিল আমাদের। তবে একটা টেস্ট ভালো খেলেই বলবো না-আমরা ভালো খেলছি। উন্নতির পথে এটা শুরু। এই টেস্টের ইতিবাচক দিকগুলো সামনে ভালো করতে স্পৃহা জোগাবে। মানসিক শক্তি বাড়াতে অনেক সাহায্য করবে। এভাবে খেললে টেস্টেও অনেক ভালো করা সম্ভব।'
উল্লেখ্য, আগামী ৩০ জুলাই থেকে মিরপুরে শুরু হচ্ছে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ জুলাই ২০১৫/শরীফ