পেশাদার ফুটবল লিগে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এখন শুধু উৎসবের অপেক্ষায় রয়েছে তারা। শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারানোর পরই মূলত শিরোপার রাস্তা পরিষ্কার হয়ে যায় জামালের। এই ম্যাচে হারলে শিরোপা লড়াই উত্তেজনায় রূপ নিত। দুর্ভাগ্য বলতে হয় শেখ রাসেলের। দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ম্যাচে ৩-২ গোলে এগিয়ে ছিল এমিলি-মিঠুনরা। শেষ তিন মিনিটে রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলে ২ গোল হজম করে হার মানতে হয় শেখ রাসেলেকে। অথচ ম্যাচ জিতলে তাদের শিরোপা জেতার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠত। কেননা সামনে শেখ রাসেলের বড় কোনো প্রতিপক্ষ ছিল না। যাক ফুটবলে এমনইভাবে কারও কপাল খুলে আবার কারও মন্দ হয়ে যায়। শেখ রাসেলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ভাগ্যক্রমে জয় পাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে মামুনুলরা। এই জয়ে শেখ জামালের গতিই অন্য রকম। টানা চার ম্যাচ হারলে তাদের শিরোপার সম্ভাবনা ভেস্তে যাবে। সত্যি বলতে কি ফুটবলে কখন কি ঘটে বলা না গেলেও শেখ জামাল দল হিসেবে এতটা দুর্বল নয় যে এ অবিশ্বাস্য কাণ্ড ঘটবে। দল হিসেবে তারা কতটা সতর্ক তা প্রমাণ মিলেছিল কোচ আফুসির কণ্ঠে। শেখ রাসেলকে হারানোর পর তিনি বলেছিলেন, এখনো উল্লাসের সময় আসেনি। সামনে বিগ ম্যাচ পড়ে আছে। শিরোপা জিততে হলে সামনের ম্যাচগুলোতেও ভালো খেলতে হবে। রাসেলকে হারানোর পর জামালের ম্যাচ বাকি ছিল ব্রাদার্স, মোহামেডান, মুক্তিযোদ্ধা ও ঢাকা আবাহনীর সঙ্গে। মুক্তিযোদ্ধার বিপক্ষে জয় পেলেও প্রথম পর্বে ব্রাদার্স, মোহামেডানের সঙ্গে ড্র আর ঢাকা আবাহনীর কাছে হেরে গিয়েছিল। সুতরাং শেখ রাসেলকে হারিয়ে যতই উজ্জীবিত থাকুক না কেন বাকি ম্যাচগুলো নিয়ে কোচ আফুসি একটু হলেও টেনশনে ছিলেন। কারণ পর পর চার ম্যাচে হারাটা একেবারে অপ্রত্যাশিত কিছু ছিল না। কোচ বার বার শিষ্যদের সতর্ক করে দিয়েছেন কোনো অবস্থায় পরবর্তী ম্যাচগুলো হালকাভাবে নেওয়া যাবে না। শিরোপা জিততে শেখ জামাল কতটা মরিয়া গতকাল ব্রাদার্সের বিপক্ষে লড়াইয়ে প্রমাণ মিলে। সত্যি বলতে কি প্রতিপক্ষ হিসেবে ব্রাদার্স যত দুর্বল হোক না কেন আগের দুই ম্যাচে তারকা ভরা শেখ জামালকে ছেড়ে কথা বলেনি। ফেডারেশন কাপে দুর্ভাগ্যক্রমে টাইব্রেকারে হেরেছিল। লিগে ড্র। তাই ব্রাদার্সকে যোগ্য প্রতিপক্ষ ভেবেই মাঠে নেমেছিল। সতর্ক হয়ে খেলাতে ফলও হয়েছে তেমন। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের ম্যাচে ৫-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট সংগ্রহ করল। বিজয়ী দলের ল্যান্ডিং ৩ গোল দিয়ে হ্যাটট্রিক করেন। বাকি ২টি গোল দেন ডার্লিংটন। ব্রাদার্সের সান্ত্বনাসূচক গোলটি করেন অগাস্টিন। তিন ম্যাচে এখন আর একটা ম্যাচ জিতলেই মান্যবর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে যাবে শেখ জামাল। অবশ্য শেখ রাসেলের এখনো শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে শেখ রাসেলকে যেমন পরবর্তী পাঁচ ম্যাচেই জিততে হবে। আর জামালকে হারতে হবে তিন ম্যাচ। কিন্তু শেখ জামাল যে অপ্রতিরোধ্য গতিতে চলছে তাতে শেষ মুহূর্তে টানা তিন ম্যাচ হারাটা অবিশ্বাস্যই বলা যায়। তাই জামাল এখন উৎসবের প্রস্তুতি নিতেই পারে।
শিরোনাম
- গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
- সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু
- প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা
- বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়ালেও বেসরকারি খাতে আস্থার সংকট রয়েছে : অর্থ উপদেষ্টা
- খাদের কিনারা থেকে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা
- আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
- ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে: তারেক রহমান
- দৃষ্টিনন্দন কাঠের সেতু নির্মাণে কমেছে ভোগান্তি, বাড়ছে দর্শনার্থী
- সত্যিই কি ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ?
- ফরিদপুরে শোরুম ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে: মির্জা ফখরুল
- নড়াইলে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
- গোপনে ২২শ’ কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার
- নীলফামারীতে নানা আয়োজনে যুব দিবস পালন
- দেশজুড়ে অভিযান: শব্দ, বায়ু ও পলিথিন দূষণে কঠোর ব্যবস্থা
- তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে আবারো বন্যার শঙ্কা
- কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- গোপালগঞ্জে শিক্ষকদের মানববন্ধন
- নীলফামারী পৌরসভার দশ কর্মীকে বাইসাইকেল প্রদান
- আরাফাত রহমান কোকোর জন্মদিনে নোয়াখালীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
উৎসবের প্রস্তুতি নিতেই পারে শেখ জামাল
শেখ জামাল ৫ : ১ ব্রাদার্স
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর