এক সময় টেস্ট ম্যাচে বৃষ্টির আগমন ছিল বাংলাদেশের জন্য আশীর্বাদ। যখন পরাজয় মেনে নিয়েই 'ভালো খেলার লক্ষ্য' নিয়ে মাঠে নামতেন টাইগাররা, তারপর বৃষ্টির কারণে ড্র হলে তো কথাই নেই। তখন বৃষ্টি ছিল পরম স্বস্তির। কিন্তু সেই বৃষ্টি এবার অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। টানা তিন দিন দাপটের সঙ্গে খেলার পর টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্ট ড্র হওয়ায় যেন শোকে বিহ্বল ক্রিকেটপ্রেমীরা!
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের স্ট্যাটাসে ছিল বৃষ্টির কারণে টেস্ট ড্র হওয়া নিয়ে হতাশা। এগিয়ে থাকার পরও এই ড্র যেন মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা-ফেসবুক, টুইটারে টাইগার ভক্তদের স্ট্যাটাসে-কমেন্টে শোকের মাতম। বাংলাদেশের ক্রিকেটাতিহাসে প্রথমবারের মতো এমন দৃশ্য দেখা গেল-শীর্ষ দলের বিরুদ্ধে ম্যাচ ড্র হওয়ার পরও ভক্তদের আক্ষেপ!
টেস্টের ইতিহাসে বাংলাদেশ মোট ১৪টি ম্যাচে ড্র করেছে। তার মধ্যে ৭টি-ই (চট্টগ্রাম টেস্টসহ) বৃষ্টির কল্যাণে পাওয়া। তবে এবার চট্টগ্রাম টেস্টে ড্র এবং আগের ছয়টি ড্র-র সঙ্গে পার্থক্য আকাশ-পাতাল। আগের ম্যাচগুলোতে বৃষ্টি কারণে বাংলাদেশ হার এড়িয়েছে আর এবার বৃষ্টির কারণে যেন হাতছাড়া হয়ে গেল জয়! যদিও এটা বলা কঠিন যে, বৃষ্টি না হলে টেস্টের ফল বাংলাদেশের দিকেই আসতো!
অনিশ্চয়তার ক্রিকেটে কখন কি ঘটে যায়! তবে তৃতীয় দিন পর্যন্ত যে বাংলাদেশের আধিপত্য ছিল তা তো ঠিক। টেস্ট ক্রিকেটে যত অনিশ্চয়তাই থাকুক না কেন তিন দিন আধিপত্য বিস্তার করে খেলতে পারলে জয় না আসলেও হার এড়ানো সম্ভব। আর বাংলাদেশ যদি এই ম্যাচে খেলেই ড্র করতো তাহলে হয়তো মনে একটা প্রশান্তি কাজ করতো। কেননা এক নম্বর দলের বিরুদ্ধে নয় নম্বর দলের সমান তালে লড়াই করাটা তো আর চাট্টিখানি কথা নয়। আর জিতলে তো কথাই নেই -দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন হিসেবে গণ্য হতো। প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা আতঙ্কের নাম! এর আগে সব কটি ম্যাচেই বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। কিন্তু পিছিয়ে পড়েও ওয়ানডে সিরিজ জয়ের পর টাইগারদের আত্মবিশ্বাসের গ্রাফটা বিদ্যুৎ গতিতে বেড়ে গিয়েছিল। তাই তো চট্টগ্রাম টেস্টের প্রথম দিন থেকেই লাগামটা ধরে ফেলেছিল মুশফিকরা। প্রোটিয়াদের আড়াইশর নিচে আটকে দেওয়ার পর দারুণ এক সুযোগ সৃষ্টি হয়েছিল। তারপর ব্যাটসম্যানরা প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারলেও ৭৮ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় দিনের পর আর খেলাই মাঠে গড়ায়নি। সম্ভাবনা জাগানো ম্যাচে বৃষ্টিবাধায় ড্র।
২০০০ সালে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। আর প্রথম জয় আসে ২০০৫ সালের জানুয়ারিতে, জিম্বাবুয়ের বিরুদ্ধে। তবে টাইগাররা প্রথমবারের মতো টেস্ট ড্র করে ২০০১ সালে, জিম্বাবুয়ের বিরুদ্ধে, চট্টগ্রামে। সেবার নিশ্চিত হার থেকে যেন বাংলাদেশকে বাঁচিয়েছিল বৃষ্টি। ওই ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১০৭ রানে অলআউট হয়ে যায়, দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে করে ৪৩১ রান। ম্যাচের ফল অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল, কিন্তু বৃষ্টি এসে রক্ষা করে বাংলাদেশকে। তারপর আরও ৫ ম্যাচে বৃষ্টি বাংলাদেশ উপহার দিয়েছিল ড্র। তখন বৃষ্টি ছিল প্রশান্তি, আনন্দের। সেই বৃষ্টি এবার হয়ে গেল 'অভিশাপ'! যেন টাইগারদের মুখে গ্রাসটা কেড়ে নিয়ে গেল বৃষ্টি। তবে এটাও তো ঠিক-টেস্টের শীর্ষ দলের বিরুদ্ধে দাপুটে ড্র-এই অর্জনটাই বা কম কিসে!