চট্টগ্রাম টেস্ট শুরুর আগে কাগুজে কলমে এগিয়েছিল অতিথি দল দক্ষিণ আফ্রিকা। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার পরও ম্যাচ জুড়ে ছিল টাইগারদের আধিপত্য। ক্রিকেটের প্রধান শত্রু 'বৃষ্টির' জন্য প্রায় আড়াই দিন খেলা হয়নি। নাহলে ফল হয়তো বাংলাদেশের পক্ষেই আসত! বৃষ্টির কারণে এ ম্যাচ ড্র হলেও ঢাকা ও পরবর্তী ভারত সফরের জন্য প্রচুর রসদ জুগিয়েছে বলে মনে করেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা। তার মতে, দ্বিতীয় ইনিংসে ওপেনিংটা অনেক ভালো ছিল। প্রথম ইনিংসে বিশেষ করে টেম্বার ৫০ রানের ফাউন্ডেশন। ডু প্লেসিসও ভালো করেছে। সবাই কিছু না কিছু সহায়তা করেছে। পরের টেস্টের জন্য আত্দবিশ্বাস পাব এখান থেকে। পেসারাও চেষ্টা করেছে উইকেট তুলে নেওয়ার জন্য। স্পিনার সিমন হারমার ৩ উইকেট তুলে নিয়েছে। এটা দলের জন্য অনেক ভালো ছিল। তিন মাস পর ভারত সফরে এটা অনেক কাজে দেবে। ম্যাচে বৃষ্টি আঘাত হানায় কিছুটা হতাশ সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। খেলা হলে হয় তো ফলাফল নিজেদের পক্ষেই আসত এমনটাই মনে করে, চতুর্থ দিনের খেলা হলে যেখানে বাংলাদেশ চতুর্থ ইনিংসে ব্যাট করতে হতো, তাতে আমরা কিছু সুবিধা পেতাম। আড়াইশ রানের লক্ষ্যমাত্রা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতো। তবে আবহাওয়ার উপর কারও নিয়ন্ত্রণ নেই। চট্টগ্রাম টেস্টে সুযোগ হাত ছাড়া হল কি না এমন প্রশ্নের জবাবে আমলা বলেন, আবহাওয়া ওপর যেহেতু নিয়ন্ত্রণের ক্ষমতা নেই তাই এটাকে সুযোগ বলতে রাজি নই। প্রথম ইনিংসে প্রথম দুই সেশন খুব ভালো ব্যাট করেছি। কিন্তু শেষ সেশনটা ভালো করতে পারিনি আমরা। অবশ্য টেস্ট ক্রিকেটে এটা অস্বাভাবিক কিছু নয়। প্রথম দুই সেশন বাংলাদেশও খুব ভালো ব্যাটিং করেছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬১ রান তুলে ভালো শুরু করেছি আমরা। এটা আমাদের এগিয়ে দিয়েছিল। অভিষেকের পর থেকেই ভিন্ন গ্রহের ক্রিকেট খেলছেন মুস্তাফিজুর রহমান। ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে নিয়ে ছেলেখেলার পর প্রোটিয়াদের নাজেহাল করছেন এ কাটার মাস্টার। তার মূল্যায়ন করতে গিয়ে আমলা বলেন, মুস্তাফিজ খুব ভালো বোলার। প্রথম ইনিংসে কিছু উইকেটও নিয়েছে। টেস্ট ক্রিকেট কঠিন হলেও ভালো করেছে। টেস্টে খাপ খাওয়াতে কিছুটা সময় লাগে। তবে মাত্র একটি টেস্ট খেলেছে। তাকে মূল্যায়ন করার এখনো সময় হয়নি। মুস্তাফিজের প্রশংসা করার পাশাপাশি দলের তরুণ খেলোয়াড়দের ভাসিয়েছেন প্রশংসার জোয়ারে। দলের তরুণ খেলোয়াড়দের প্রসঙ্গে বলেন, টেম্বা বাভুমা অসাধারণ ছিল। স্টিয়ানও খুব ভালো করেছে। তারা দলের জন্য নির্ভরযোগ্য হতে পারে।
শিরোনাম
- গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
- সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু
- প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা
- বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়ালেও বেসরকারি খাতে আস্থার সংকট রয়েছে : অর্থ উপদেষ্টা
- খাদের কিনারা থেকে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা
- আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
- ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে: তারেক রহমান
- দৃষ্টিনন্দন কাঠের সেতু নির্মাণে কমেছে ভোগান্তি, বাড়ছে দর্শনার্থী
- সত্যিই কি ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ?
- ফরিদপুরে শোরুম ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে: মির্জা ফখরুল
- নড়াইলে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
- গোপনে ২২শ’ কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার
- নীলফামারীতে নানা আয়োজনে যুব দিবস পালন
- দেশজুড়ে অভিযান: শব্দ, বায়ু ও পলিথিন দূষণে কঠোর ব্যবস্থা
- তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে আবারো বন্যার শঙ্কা
- কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- গোপালগঞ্জে শিক্ষকদের মানববন্ধন
- নীলফামারী পৌরসভার দশ কর্মীকে বাইসাইকেল প্রদান
- আরাফাত রহমান কোকোর জন্মদিনে নোয়াখালীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
চট্টগ্রাম টেস্ট প্রোটিয়াদের রসদ জুগিয়েছে
মুহাম্ম&
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর