বৃষ্টি বাধা না হলে হয়তো চট্টগ্রাম টেস্টের ফল বাংলাদেশের দিকেই আসত! কিন্তু বৃষ্টি বাদ সাধায় শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। ড্র হলেও মুশফিকুর রহিমরা তাদের টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা খেলাটা খেলেছে। টেস্টের প্রথম সেসন থেকে আধিপত্য বিস্তার করে ক্রিকেট খেলে টাইগাররা। ড্রয়ে টাইগার অধিনায়ক নাখোশ হলেও সন্তুষ্ট বোলারদের বোলিংয়ে। দুর্দান্ত বোলিং করেন অভিষিক্ত মুস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার জুবায়ের রহমান লিখন। বিশেষ করে চার বলে তিন উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখেন মুস্তাফিজ। চার উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। ক্রিকেট ইতিহাসে মুস্তাফিজই প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টেস্ট অভিষেক ম্যাচে 'ম্যান অব দ্য ম্যাচ' হন। শুধু মুস্তাফিজ নন, জুবায়ের, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাসরা দুর্দান্ত পারফরম্যান্স করেন।
স্কোয়াড : মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েশ, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নাসির হোসেন. তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমান।