মৌসুমের প্রথম ম্যাচে মুনশেনগ্লাডবাখকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা বুরুশিয়া ডর্টমুণ্ডের। দলের এই দাপুটে জয়ে জোড়া গোল করেছেন আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিখ এমখিতারিয়ান। এছাড়া একটি করে গোল করেছেন মার্কো রিউস, পিয়েরে এমেরিক অবামিয়াং। কোচ ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হয়ে শুরুতেই সফলতা পান সাবেক জার্মান ডিফেন্ডার থমাস টাচেল।
শনিবার রাতে নিজেদের মাঠে খেলার ১৫ মিনিটের মাথায় জাপানিজ স্ট্রাইকার সিঞ্জি কাগওয়ার অ্যাসিস্ট থেকে বুরুশিয়া ডর্টমুন্ডকে লিড এনে দেন মার্কো রিউস। এর মাত্র ৬ মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামিয়াং।
খেলার ৩৩ মিনিটে এমেরিকের পাস থেকে গোল করে দলকে ৩-০ তে এগিয়ে দেন আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিখ এমখিতারিয়ান। প্রথমার্ধে ওই ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডর্টমুন্ড।
দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে জার্মান তারকা রিউসের বাড়ানো বলে নিজের জোড়া গোল পূরণ করেন হেনরিখ। অন্যদিকে, মুনশেনগ্লাডবাখ গোল করা তো দূরে থাক নিজেদের ডিফেন্স সামলাতেই রীতিমত হিমসিম খায়। শেষ ৪০ মিনিটে রিউস-গুন্ডোজানরা আর গোলের দেখা না পেলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডর্টমুন্ড।
বিডি-প্রতিদিন/১৬ আগস্ট, ২০১৫/মাহবুব