কানাডার রজার্স কাপের ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ ও ব্রিটিশ নাম্বার ওয়ান অ্যান্ডি মারে। সেমিফাইনালে কেই নিশিকোরিকে হারিয়ে মারে ও জেরেমি চার্ডিকে হারিয়ে জোকোভিচ ফাইনাল নিশ্চিত করেন।
রাফায়েল নাদালকে হারিয়ে সেমিফাইনালে ওঠা নিশিকোরিকে পাত্তাই দেননি ব্রিটিশ তারকা মারে। মন্ট্রিয়েলে জাপানিজ তারকাকে তিনি সরাসরি সেট ৬-৩ ও ৬-০ গেমে হারিয়েছিলেন। অন্যদিকে, ফরাসি খেলোয়াড় জেরেমি চার্ডিকেও সরাসরি সেটে হারিয়েছেন জোকোভিচ। তিনি সরাসরি সেটে ৬-৪, ৬-৪ গেমে জয় পান।
এদিকে, নারী এককে অঘটনের শিকার হয়েছেন বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস। টরন্টোয় যুক্তরাষ্ট্রের টেনিস আইকনকে ৬-৩, ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিক। অপর সেমিতে ইতালিয়ান সারা ইরানিকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে উঠেন রোমানিয়ার সিমোনা হালেপ।
বিডি-প্রতিদিন/১৬ অাগস্ট ২০১৫/শরীফ