টানা ক্রিকেটসূচি এতদিন তাদের বিশ্রাম নেয়ার এতটুকু সুযোগ দেয়নি। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর পাওয়া দিনকয়েকের ছুটিতে টাইগাররা যে যার মতো ঘুরে বেড়াচ্ছেন। কেউ যুক্তরাষ্ট্রে। কেউ সিঙ্গাপুরে। ইমরুল কায়েসও দেশের বাইরে গেলেন। তবে তার যাওয়াটা ভিন্ন কারণে। চিকিৎসার জন্য মাকে কলকাতায় নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের এই ওপেনার। কলকাতা থেকে তিনি নদিয়ার করিমপুরের সাহেবপাড়া গ্রামে যান। সেই গ্রামে তার পূর্বপুরুষদের বসতভিটা।
খবরে বলা হয়, বাবা-মা ও এক বন্ধুকে সঙ্গে নিয়ে গ্রাম ঘুরে দেখেন তিনি। ইমরুলের দাদা কাসেম বিশ্বাসের জন্ম সাহেবপাড়ায়। গত শতাব্দীর পঞ্চাশের দশকে তিনি বাংলাদেশের মেহেরপুরে চলে আসেন। ইমরুলের চাচা বজলু রহমান বিশ্বাস থাকেন সাহেবপাড়ায়।
এদিকে, শুক্রবার ১৪ আগস্ট ইমরুলকে সংবর্ধনা দেয়া হয় সেখানে। করিমপুর জামতলা নবারুন সংঘের পক্ষ থেকে দেয়া সংবর্ধনায় ইমরুল বলেন, সেই ছোটবেলা থেকে করিমপুর, সাহেবপাড়ার নাম শুনে আসছি। এই প্রথম এখানে আসার সুযোগ হলো তার। সূত্র : কলকাতার আনন্দবাজার
বিডি-প্রতিদিন/১৬ অাগস্ট ২০১৫/শরীফ