গল টেস্টে গতকাল শ্রীলংকার কাছে বেশ বাজেভাবে হেরেছে ভারত। অথচ এ টেস্টে তাদের জেতা উচিত বা প্রত্যাশিত ছিল। এ হারে হতাশ ভারতের ক্রিকেট বোদ্ধারা। এদের মধ্যে আছেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারও। এভাবে ভারতের হার তার কাছে 'দুঃসহ' বলে জানান তিনি। সুনীল গাভাস্কার বলেন, 'এখন ভারতের উচিত খেলায় মন দেওয়া। তারা আক্রমণাত্মক ছিল কিনা কিংবা এ জাতীয় কথাবার্তা বন্ধ করে খেলায় মন দেওয়া উচিত।'
গলে শ্রীলঙ্কার বিপক্ষে বিব্রতকর ৬৩ রানে হেরেছে ভারত। প্রথম টেস্টে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে তারা। ১৭৬ রানের জয়ের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১১২ রানে অল আউট হয়েছে ভারত। এক রঙ্গনা হেরাথই সাত উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন ভারতকে।
গল টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংস সম্পর্কে গাভাস্কার বলেন, 'আক্রমণাত্মক কিংবা অন্য যেকোনো বিষয়ক কথা বাদ দেওয়া দরকার। আমার মতে, খেলাটায় মন দেওয়া উচিত আমাদের। আমাদের কারো কাছে কোনো কিছু প্রমাণ করার নেই। দলের সঙ্গে যায় এমন ক্রিকেট খেলতে হবে। পরিস্থিতি ও পিচের সঙ্গে মানায় এমন খেলা খেলতে হবে।'
গাভাস্কার আরো বলেন, 'আক্রমণাত্মক ক্রিকেট কিংবা এটা ওটা নিয়ে কথা বলা এখন বন্ধ করতে হবে। শুধু ভালো ক্রিকেট খেলায় মন দিতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। ব্যাপার না আপনি রক্ষণাত্মক না আক্রমণাত্মক ক্রিকেট খেললেন। দিনের শেষে আপনার দলের জয় চাই। এটাই সোজা কথা।'
শ্রীলঙ্কাকে ১৮৩ রানে প্রথম ইনিংসে অল আউট করে দেয় ভারত। এরপর ৩৭৫ রান করে ১৯২ রানের লিড নেয়। কিন্তু দিনেশ চান্দিমালের লড়াকু অপরাজিত ১৬২ রানে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। এরপর লঙ্কান স্পিনাররা ম্যাচের ফল নিজেদের দিকে নিয়ে যায়। আর গাভাস্কার ম্যাচ বিশ্লেষণ করে বলেন,
'ভারতের দুঃসহ হারের অন্যতম একটি এটি। বড় লিড নেওয়ার পর ম্যাচ জয়ের কথাই ভাববেন আপনি। কিন্তু বড় লিড নেওয়ার পরও দুটি দ্বিতীয় ইনিংসে ভারত ভালো করতে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে যখন তারা বোলিং করছিল আর যখন তারা শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে ব্যাট করছিল। আমি বলেছিলাম, ১৭০ এর মতো টার্গেট দিলে তা হবে বড় চ্যালেঞ্জ।'
এরপরও গাভাস্কার মনে করেন ঘুরে দাঁড়ানোর সামর্থ আছে ভারতের। গাভাস্কারের ভাষায়, 'আমি মনে করি ও আশা করি ভারত ঘুরে দাঁড়াতে পারে। এটা এমন এক হার যা দলকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। দলের বিশ্বাস ফেরাতে কোহলি ও রবি শাস্ত্রীকে অনেক কাজ করতে হবে। তাদের বিশ্বাস করাতে হবে যে তারা ঘুরে দাঁড়াতে জানে। ভারতীয় দলের সামনে উদাহরণ হিসেবে আছে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। কিভাবে তারা ঘুরে দাঁড়ালো তা দেখতে পারে। ভারত অবশ্যই ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। শুধু নিজেদের ওপর বিশ্বাসটা রাখতে হবে।'
উল্লেখ্য, ২০ আগস্ট থেকে কলম্বোর পি সারা ওভালে শুরু হচ্ছে দেশ দুটির মধ্যকার দ্বিতীয় টেস্ট।
বিডি-প্রতিদিন/১৬ অাগস্ট ২০১৫/শরীফ