বিকাল ৪টায় ম্যাচ। কিন্তু ঘণ্টাখানেক আগে থেকেই প্রায় পরিপূর্ণ স্টেডিয়াম। হাজার হাজার দর্শকের গর্জন ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’। না, এই গর্জন ম্রিয়মাণ হয়নি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠের খেলায় যেমন দাপুটে ছিল বাংলাদেশ, দর্শকদের গর্জনেও ছিল সেই দাপট! মাঠের খেলা আর গ্যালারির গর্জনের যুগলবন্ধনে পরাস্ত হলো আফগানিস্তান। দুরন্ত সাদ উদ্দিনের মহাকাব্যিক এক গোলে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ! এ যেন এক ঐতিহাসিক বিজয়! আগামীকাল ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশের কিশোররা।
নেপালে অনুষ্ঠিত আগের দুই আসরে, ২০১১ এবং ২০১৩ সালে চতুর্থ আর তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে। সত্যি বলতে কি টুর্নামেন্টে ফাইনাল খেলা যেন স্বপ্ন হয়ে দাঁড়ায় বাংলাদেশে। কিন্তু এবার দেশের মাটিতে এ টুর্নামেন্টের শুরু থেকেই অন্য আবহ। শুরুতে মুখ ফুটে ফাইনালের কথা না বললেও প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দেওয়ার পরই হুঙ্কার আসে বাংলাদেশ শিবির থেকে। ‘আমরাই ফেবারিট’ এমন কথাও অকপটে বলে দেন বাংলাদেশ কোচ সৈয়দ গোলাম জিলানী। তার সেই কথায় ও উচ্চারণে যে ভুল ছিল না, বাড়িয়ে বলা ছিল না, তারই প্রমাণ দিল গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশের কিশোররা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলছেন সাদ উদ্দিন। পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছেন তিনি। কখনো ডিফেন্সে, কখনো মধ্যমাঠে, আবার কখনো উইং দিয়ে দ্রুতগতিতে প্রতিপক্ষের ডিফেন্সকে কাঁপিয়ে দিয়ে পুরো টুর্নামেন্টে নিজের দিকে আলো টেনে নিয়েছিলেন। কিন্তু কাক্সিক্ষত সেই গোলের দেখা পাচ্ছিলেন না তিনি। যদিও গোল করার দিকে নয়, গোল করানো, বল তৈরি করে দেওয়ার দিকেই মনোযোগ বেশি ছিল তার। কিন্তু তবু যেন কোথায় একটা অপূর্ণতা ছিল। সেই অপূর্ণতাকে পূর্ণতা দিতেই কি-না গতকাল আফগানদের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন সিলেটের এই তুর্কি! ভাগ্যদেবীই যেন চেয়েছিলেন দুরন্ত সাদের নাম যাতে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে যায়! প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে ওঠার ক্ষণে সাদ সত্যিই তো নিজের নামকে ইতিহাসে অমর করে নিলেন!
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে উভয় দল। কিন্তু সোনার হরিণ গোলের দেখা পাচ্ছিল না কেউই। ম্যাচের ১২ মিনিটে বাংলাদেশকে প্রায় স্তব্ধই করে দিচ্ছিল আফগানরা! তবে অফসাইডের কারণে তাদের গোলটি বাতিল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ে বাংলাদেশ। ফাউল আর হলুদ কার্ডের ছড়াছড়ির ম্যাচে ১৩ মিনিটে বাংলাদেশের সাদ উদ্দিনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আফগান অধিনায়ক অমিদ হায়দার সানে। ২৭ মিনিটে বাংলাদেশ দলপতি শাওনের কাছ থেকে বল পেয়ে চমৎকার ড্রিবলিংয়ে সাদ উদ্দিনের দিকে বল বাড়ান নিপু। সাদ পা ছোঁয়াতে ব্যর্থ হওয়ায় গোল পায়নি বাংলাদেশ। ম্যাচের ৩৭ মিনিটে নীরব-নিথর হয়ে পড়ে গোটা স্টেডিয়াম। বাংলাদেশ ডি-বক্সে বল পান আফগানিস্তানের আবদুল নাসের আমিনী। তাকে ফাউল করে বসেন বাংলাদেশের জাহাঙ্গীর আলম সজীব। পেনাল্টির বাঁশি বাজান ভারতীয় রেফারি প্রিয়বত সিং। মিনিটখানেক পর আবারও নীরব স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে। আফগান অধিনায়ক অমিদ হায়দার যে পেনাল্টি মিস করে বসেছেন! পোস্টের উপর দিয়ে বল বাইরে পাঠান তিনি! গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে উভয় দল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ম্যাচের ৫৪ মিনিটে কর্নার কিক পায় বাংলাদেশ। টুর্নামেন্টে দুর্দান্ত খেলতে থাকা খলিল ভুঁইয়ার দুরন্ত কর্নার কিকে বল পান বাংলাদেশ অধিনায়ক শাওন। ফাঁকায় থাকা সাদ উদ্দিনের দিকে দ্রুত বল বাড়ান শাওন। আলতো ছোঁয়ায় গোল করতে কোনো ভুল করেনি সাদ উদ্দিন। ঐতিহাসিক বিজয়ে এই গোলই হয়ে থাকল স্বাক্ষর হিসেবে! ম্যাচের ৫৮ মিনিটে বাংলাদেশের সাদ উদ্দিনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আফগানিস্তানের আবদুল নাসের আমিনী। ৬০ মিনিটে আবারও হলুদ কার্ড! এবার বাংলাদেশের সরওয়ার জামান নিপু। ৬৪ মিনিটে রেফারির অফসাইডের বাঁশি না শুনে গোলে শট নেন বাংলাদেশের আতিকুজ্জামান। তড়িৎগতিতে তাকে হলুদ কার্ড দেখিয়ে দেন রেফারি। ৭২ মিনিটে রেফারির পকেট থেকে আবারও বের হয় হলুদ কার্ড! দেখেন বাংলাদেশের মো. রনি। ম্যাচের ৭৭ মিনিটে দারুণ বাংলাদেশকে কাঁপিয়ে দেয় আফগানরা। তাদের বদলি খেলোয়াড় রামিন আজিজীর দুর্দান্ত ক্রসে হাবিবুল্লাহ কাইয়ুমির চমৎকার এক হেড পোস্টের ইঞ্চি খানেক উপর দিয়ে চলে যায়। ৮৭ মিনিটে গোল পেতে পেতে পায়নি বাংলাদেশ। অধিনায়ক শাওনের ফ্রি কিক থেকে দুর্দান্ত এক হেড নেন মো. রনি। কিন্তু দেয়াল হয়ে দাঁড়ায় আফগান পোস্ট! ম্যাচের বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোনো গোল হয়নি।
শিরোনাম
- নদী ভাঙনে বিলীন এক বছরে ১৬২ হেক্টর ফসলি জমি
- ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ
- পশ্চিমবঙ্গে পাকিস্তানি পতাকা নিয়ে অশান্তির ছক, দুই ‘বিজেপি কর্মী’ গ্রেফতার
- ‘জংলি’ কি সুপারহিট! আয় জানালেন প্রযোজক
- ‘এই কারণেই পেহেলগামে হামলা হয়েছিল’, সনু নিগমের কনসার্টে কন্নড় ভাষা বিতর্ক
- সজারু থেকে গুইসাপ, বন্যপ্রাণীর মাংস খেয়ে বিপাকে ‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেত্রী
- রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় নিষেধাজ্ঞার কথা ভাবছেন ট্রাম্প
- উঁচু হিল পরা নিয়ে বিরাটের প্রশ্নে ক্ষুব্ধ আনুশকা!
- চীনের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নামছেন সালমান খান!
- ২৫ টাকায় হানিয়াকে দেখার সুযোগ! ভারতীয়দের টার্গেট করে জালিয়াতি
- পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে : তারেক রহমান
- মা হলেন পাগলী, পিতার পরিচয় জানা যায়নি
- ৫ আগস্ট জনগণ রায় দিয়েছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না: নাহিদ
- যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ
- ধোনির বিদায় চাইলেন গিলক্রিস্ট!
- যুক্তরাজ্যে নিরাপত্তা কমানো নিয়ে প্রিন্স হ্যারির আপিলের রায় আজ
- ২৬ বাংলাদেশি কর্মীর দুর্দশা তদন্তের নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর
- ‘এখনও কাশ্মীরের জঙ্গলে’ লুকিয়ে আছে পেহেলগাঁও হামলাকারীরা: ভারতীয় তদন্ত সংস্থা
- বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা
- মে দিবসে আমেরিকায় হাজারের বেশি স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
স্বপ্নের ফাইনালে বাংলাদেশ
বাংলাদেশ ১ : ০ আফগানিস্তান
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ
১৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পশ্চিমবঙ্গে পাকিস্তানি পতাকা নিয়ে অশান্তির ছক, দুই ‘বিজেপি কর্মী’ গ্রেফতার
১৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম