ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল বিপিএলের প্রথম আসর। অর্থের ঝনঝনানি, উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা-নতুন মাত্রা দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটকে। প্রথম আসরের সাফল্যকে সঙ্গী করে পরের বছরও মাঠে গড়ায় বিপিএল। কিন্তু হোঁচট খায় দ্বিতীয় আসরে। নানা অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি, ম্যাচ পাতানো-আসরটিকে কলুষিত করে। এতটাই কলুষিত হয় দ্বিতীয় আসর যে, তৃতীয় আসর আয়োজনে আগ্রহী হয়নি বিসিবি। অবশেষে ক্রিকেট ও ক্রিকেটারদের কথা ভেবে এবং আর্থিক লাভের কথা মাথায় রেখে নতুন নিয়মে, নতুন আদলে মাঠে নামাচ্ছে বিপিএলের তৃতীয় আসর। এর মধ্যেই তৃতীয় আসরের তারিখ চূড়ান্ত করেছে বিসিবি। শুরু ২২ নভেম্বর এবং ফাইনাল ১৫ ডিসেম্বর। এই প্রথম তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল। তবে আগের আসরের মতো ৭ দল থাকবে কি না, তা জানা যাবে আজ। বেক্সিমকো গ্রুপ, স্কয়ার গ্রূপ, সামিট গ্রুপ, হামিম গ্রুপ, প্রাইম ব্যাংক, ও চট্টগ্রাম একটি দলের এবার বিপিএলে অংশ নেওয়ার কথা। প্রথম দুই আসরে কোনো বাঁধা ধরা নিয়ম ছিল না অর্থকড়ির। যে যেভাবে পেরেছে দলভুক্ত করেছে ক্রিকেটারদের। দরদামও হাঁকিয়েছে আকাশচুম্বী। ক্রিকেটারদের বিস্মিত করে আকাশছোঁয়া দামে কিনেও পরিশোধ করেনি অর্থ। অধিকাংশ ক্রিকেটারের পারিশ্রমিকই বাকি ৪০-৬০ শতাংশ। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদদের নিলাম মূল্য এবং অর্থ প্রাপ্তি দেখলেই পরিষ্কার, কতটা নয়-ছয় করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে নিলামে ২৯৫০০০ ডলার বা ২ কোটি ৩০ লাখ টাকায় (৭৮ টাকা করে) কিনে নিয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। অথচ পরিশোধ করে মাত্র ৭১৩২৫ ডলার বা প্রায় ৫৬ লাখ টাকা। ওয়ানডে অধিনায়ক মাশরাফির নিলাম মূল্য ৯৬০০০ ডলার বা প্রায় ৭৫ লাখ টাকা। ঢাকা গ্ল্যাডিয়েটর্স পরিশোধ করেছে মাত্র ৩৩২১০ ডলার বা প্রায় ২৬ লাখ টাকা। নাসির হোসেনকে নিলামে ২০৮১৩২ ডলার বা ১ কোটি ৬২ লাখ টাকায় কিনে নেয় রংপুর রাইডার্স। অথচ তাকে পরিশোধ করে ৩১২৬২ ডলার বা মাত্র ২৪ লাখ টাকা। বিশ্বকাপ ক্রিকেটে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল্লাহ রিয়াদকে চিটাগাং কিংস নিলামে কিনে নেয় ১২৫০০০ ডলার বা প্রায় ৯৮ লাখ টাকায়। তাকে পরিশোধ করে প্রায় ১৬ লাখ টাকা। এতেই বুঝা গেছে ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের অর্থ পরিশোধে কতটা গা জোয়ারি করেছে। শুধু ক্রিকেটারদের বেলায় নয়, ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কেনার জন্য কোম্পানিগুলো যে অর্থ পরিশোধের কথা ছিল ক্রিকেট বোর্ডকে। তার সিংহভাগ পরিশোধ করেনি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে টানা-হেঁচড়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যদিও তৃতীয় আসর শুরুর আগে বিসিবি পরিচালক ও বিপিএলের সদস্য সচিব ডা. ইসমাইল হায়দার মল্লিক নিশ্চয়তা দিয়েছেন ঝামেলা না হওয়ার, ‘এবার কোনো রকমের ঝামেলা হবে না। এজন্য আমরা নানানিয়ম কানুনের প্রচলন করছি। ক্রিকেটাররা টাকা পাবেন এবং ফ্র্যাঞ্চাইজি কিনে অর্থ পরিশোধ করারও ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে কোনো ঝামেলা থাকছে না।’
ঝুট-ঝামেলামুক্ত তৃতীয় আসর মাঠে গড়াতে এর মধ্যেই নীতিমালা প্রণয়ন করেছে বিসিবি। একটি দল গড়তে সর্বোচ্চ ৭-৮ কোটি টাকার ফ্রেম বেঁধে দিয়েছে। এই অর্থের মধ্যে দলের স্বত্ব কেনা এবং দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকও রয়েছে। ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে শুরুতেই ১ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়াও দিতে হচ্ছে ৪ কোটি টাকার পে অর্ডার। ফলে অর্থ না পাওয়ার বিষয়টি আর থাকছে না এবার। প্রথম দুই আসরে ক্রিকেটারদের অর্থের কোনো ব্যারিয়ার ছিল না। এবার সেটা থাকছে না। বিসিবি স্থানীয় ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক বেঁধে দিয়েছে ৩০ লাখ টাকা। বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৭৫০০০ ডলার বা ৬০ লাখ টাকা। অর্থ প্রাপ্তিতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য এবার কোনো নিলাম থাকছে না। তবে থাকছে ‘প্লেয়ার্স বাই চয়েজ’। সেখান থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো লটারির মাধ্যমে ক্রিকেটার সংগ্রহ করবে। আগামী বছর ভারতে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। তারই প্রস্তুতিতে বিপিএলের তৃতীয় আসর কাজে লাগবে টাইগারদের। কিন্তু তার চেয়ে বড় চ্যালেঞ্জ বিসিবির কাছে আসর আয়োজনে। চ্যালেঞ্জ এ জন্যই, প্রথম আসরের মতো যাতে দুর্নীতির রাহুগ্রাসে না পড়ে।
শিরোনাম
- শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল র্যালি, মানুষের ঢল
- বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে নেতার মৃত্যু, অসুস্থ ১০-১২ জন
- জাবিতে স্বৈরাচার পতন দিবস উদযাপন: আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
- সীমান্ত এলাকায় ছুরিকাঘাতে নিহত দোকানদার, আটক ১
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
- গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে বিএনপির বিজয় র্যালি
- কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস
- সাজেকে পাহাড়ি ঢলে সড়ক ডুবে আটকা কয়েকশ পর্যটক
- বিনিয়োগে ওয়েট অ্যান্ড সির বছর পার
- গণ-অভ্যুত্থানের অর্জনকে বিভক্ত করা হচ্ছে : সাইফুল হক
- প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে : সালাহউদ্দিন
- মাগুরায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- দীর্ঘ ১৭ বছর আন্দোলনের ফসল নির্বাচন : শেখ মজিবুর রহমান
- টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- কুবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালিত
- খাগড়াছড়িতে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ
- কাহালুতে বিজয় র্যালি ও সমাবেশে জনস্রোত
- কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের কবর জিয়ারত ও দোয়া
- পটুয়াখালীতে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মিলন
- শাবিপ্রবিতে হযরত শাহজালাল (রহ.)-এর নামে কর্নার স্থাপন
নতুন আদলে বিপিএল
সর্বোচ্চ পারিশ্রমিক ৩০ লাখ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর