অবশেষে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচের বিপক্ষে জয়ের দেখা পেলেন তিন নম্বর তারকা ব্রিটেনের অ্যান্ডি মারে। সার্বিয়ান এ টেনিস তারকাকে হারিয়ে কানাডার রজার্স কাপের শিরোপা জিতলেন তিনি। এর মধ্য দিয়ে টেনিসের এক নম্বর তারকার বিপক্ষে তিনি টানা আট ম্যাচে হারের ঘোর থেকেও বেরিয়ে এসেছেন। জোকোভিচকে সর্বশেষ ২০১৩ সালের উইম্বলডনের ফাইনালে হারিয়েছিলেন মারে।
কানাডার মন্ট্রিয়েলে জোকোভিচকে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারান মারে। প্রথম দুই সেটে দুজনের মধ্যে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয়। কিন্তু শেষ সেটটি অনায়াসেই জিতে শিরোপা নিশ্চিত করেন ২৮ বছর বয়সী মারে। চ্যাম্পিয়ন হওয়ায় তিনি নিজের কোচ এমেলি মাওরেস্মোকে তা উৎসর্গ করেন। মারের স্প্যানিশ কোচ এমেলি রবিবার ছেলে সন্তানের মা হন।
অন্যদিকে, টুর্নামেন্টে নারী এককের ফাইনালে শিরোপা জিতেছেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিক। বিশ্বের তিন নম্বর তারকা রুমানিয়ার সিমোনা হালেপ বাম পায়ের ইনজুরির কারণে তৃতীয় সেটে কোর্ট ছাড়তে বাদ্য হন। ফলশ্রুতিতে বিজয়ী ঘোষণা করা হয় বেনচিককে। তার আগে প্রথম দুই সেটে দু'জনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথম সেটটি বেনচিক ৭-৬ গেমে জিতলেও পরেই সেটেই সমান ৭-৬ গেমে জিতে ম্যাচে ফেরেন রোমানিয়ান সিমোনা। কিন্তু ইনজুরি আক্রান্ত হওয়ায় তৃতীয় সেটে ৩-০ গেমে পিছিয়ে থাকা অবস্থায় অবসর নিলে আঠার বছর বয়সী বেনচিকের শিরোপা নিশ্চিত হয়।
উল্লেখ্য, সু্ইস তারকা বেনচিক বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। তখনই নিজের জাত চিনিয়েছিলেন সুইস এ নবাগতা।
বিডি-প্রতিদিন/১৭ আগস্ট ২০১৫/শরীফ