কাজী সালাউদ্দিন যখন জানালেন, বাংলাদেশ পেশাদার লিগে চ্যাম্পিয়ন হওয়ায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন ফিফার বর্তমান সভাপতি সেপ ব্ল্যাটার, তখন করতালিতে ফেটে পড়েন উপস্থিত সবাই। এএফসি কাপের প্রথম পর্বের গণ্ডি পেরোনোয় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবলার এবং অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় বাংলাদেশ যুব দলকে গতকাল ক্লাব প্রাঙ্গণে এক জমকালো সংবর্ধনা দেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সেখানেই ফিফা সভাপতির অভিনন্দন বার্তাটি পড়ে শোনান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি।
শোকের মাস বলে সাফল্য পেয়েও ক্লাব প্রাঙ্গণ লাল-নীল বাতিতে সাজায়নি কর্মকর্তারা। বরং শোকের মাসকে আরও ভালোভাবে জড়িয়ে রেখেছে শরীরের সঙ্গে। ক্লাবে ঢোকার মূল ফটকে ১৫ আগস্ট কালো রাত্রির স্মরণে একটি ব্যানার টাঙানো। ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও রয়েছে শেখ জামালের ছবি। মূল ফটক দিয়ে ভিতরে ঢুকতেই সবুজ ঘাসের মাঠ দেখে মন-প্রাণ জুড়িয়ে যাওয়ার অবস্থা। বাংলাদেশের কোনো ক্লাবের এত সুন্দর ফুটবল মাঠ আছে কি না সন্দেহ। ফুটবল মাঠটির বাঁ প্রান্তেই তৈরি হচ্ছে টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট। সেখানেই কাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। অনুষ্ঠান স্থলে ঢোকার মুখে টাঙানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ জামালের ছবি। গেটের উপরে ১৫ আগস্ট নিহত শহীদদের সবার ছবি। অনুষ্ঠানস্থলে ঢুকতেই দেখা গেল বসে আছেন মামুনুল, ডার্লিংটনরা। পাশেই বাংলাদেশ ফুটবলের 'ভবিষ্যৎ ধারক' কিশোর ফুটবলাররা। দুপুর ১২টায় শুরুর কথা থাকলেও শুরু হয় দেড়টায়। শুরুতে ১৫ আগস্ট নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্বাগত ভাষণে ক্লাব চেয়ারম্যান মঞ্জুর কাদের বলেন, 'দেশের জন্য সন্মান বয়ে আনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সব ফুটবলার ও কোচিং স্টাফকে অভিনন্দন জানাই। শেখ জামাল দেশের সন্মানের কথা মাখায় রেখে ফুটবল খেলে। এখন পর্যন্ত যে চারবার আমরা দেশের বাইরে খেলতে গেছি, প্রতিবারই আমরা সাফল্য বয়ে এনেছি।' গত বছর শেখ জামাল ভারতের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট 'আইএফএ শিল্ড'-এর ফাইনালে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টাইব্রেকারে হেরে রানার্সআপ হয়ে দেশে ফিরে। নিজের দল শেখ জামালকে অভিনন্দন জানানোর পাশাপাশি অভিনন্দন জানান অনূর্ধ্ব ১৬ ফুটবল দলকে, 'সাফ চ্যাম্পিয়ন হওয়ায় অনূর্ধ্ব-১৬ দলকে ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বাংলাদেশের ভালো ফুটবলারের সংকট রয়েছে। আমি চাই এদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হউক।' শেখ জামালের কর্ণধারের অনুরোধের প্রেক্ষিতে বাফুফে সভাপতি সালাউদ্দিন বলেন, 'আমরা আগামী চার বছরের জন্য এই দলটি সব দায়িত্ব নিয়েছি। তাদের যাবতীয় ব্যয়ভার বহন করবে ফুটবল ফেডারেশন।'
গতকাল সংবর্ধনা অনুষ্ঠানে 'ডিবিএল' এর পক্ষ থেকে অনূর্ধ্বর্ধ্ব-১৬ দলের প্রতিটি ফুটবলারকে ১০ হাজার টাকা করে দেওয়া হয় এবং কোচিং স্টাফকে দেওয়া হয় একটি করে ক্রেস্ট। দুরন্ত ফুটবল খেলতে থাকা শেখ জামালকে ভারতের আই লিগ চ্যাম্পিয়ন 'অ্যাথলেটিকো ডি ক্যালকাটা' একটি প্রীতিম্যাচ খেলার আমন্ত্রণও জানিয়েছে। শিডিউল মেলাতে পারলেও শিলিগুড়িতে ম্যাচটি খেলার প্রত্যাশা রয়েছে মামুনুলদের। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম মুর্শেদী, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও ক্লাবের পরিচালকরা।
বাংলাদেশের ফুটবল বলতেই চোখের সামনে ভেসে উঠত দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের নাম। ঐতিহ্যবাহী দল দুটি এখনো আছে। কিন্তু নেই সেই ধার বা ধারাবাহিকতা। সেখানে জায়গা করে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়াচক্র। তবে সবার চেয়ে এগিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবটি। ঘরোয়া ফুটবল ও আন্তর্জাতিক ফুটবল সমানভাবে সাফল্য পাচ্ছে। কিছুদিন আগে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে খেলার সুযোগ পায় শেখ জামাল।