শিরোনাম
২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৩৭

ক্রিকেট থেকে অবসরের অাভাস মালিঙ্গার

অনলাইন ডেস্ক

ক্রিকেট থেকে অবসরের অাভাস মালিঙ্গার

ভারতে আগামী মাসে অনুষ্ঠেয় আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আভাস দিয়েছেন শ্রীলংকার টি-২০ দলের অধিনায়ক ও স্ট্রাইক বোলার লাসিথ মালিঙ্গা। ক্রনিক হাঁটুর ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা তার জন্য কঠিন হয়ে উঠেছে জানিয়ে এ আভাস দেন তিনি। খবর পিটিআই'র

গতকাল ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচ পরবর্তী এক  সংবাদ সম্মেলন হয়। তখন মালিঙ্গাকে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন রাখা হয়েছিল, এশিয়া কাপ টি-২০'র গত আসরের পরই তার দুই স্বদেশি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে টি ২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তিনিও তাদের পথ অনুসরণ করবেন কিনা? এর উত্তরে মালিঙ্গা বলেন, 'সম্ভাবনা আছে'।

৩২ বছর বয়সী মালিঙ্গা আরো যোগ করেন, 'আমি জাতীয় দলের হয়ে ১২ বছর ধরে খেলছি। আমার বয়স এখন ৩২ ও শিগগিরই ৩৩ এ পা রাখছি। আমি একটা খারাপ ইনজুরির [হাঁটু] মধ্য দিয়ে গিয়েছি এবং যদি এই পর্যায়ে এক বা দেড় বছরের বিশ্রাম নিতেই হয় তাহলে বরং আমি ক্রিকেট ক্যারিয়ারের ইতি-ই টানতে পারি। যদি দেশের হয়ে টাফ ক্রিকেট খেলার প্রয়োজন হয় তখন আমার মনে হয় না যে আমি পুরোপুরি এই ইনজুরি সেরে উঠতে পারবো।'

বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর