২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৩৮

মিরপুরে কাল ভারত-পাকিস্তান যুদ্ধ

অনলাইন ডেস্ক

মিরপুরে কাল ভারত-পাকিস্তান যুদ্ধ

এক বছর আগে শেষ দেখা হয়েছিল। সেই দিনটা ছিল বিরাট কোহলি, সুরেশ রায়নাদের। সেদিন কাজে দেয়নি অভিষেকে সোহেল খানের পাঁচ উইকেট কিংবা অধিনায়ক মিসবাহ উল হকের দুর্দান্ত ইনিংস। এক বছর পর সেদিনের বদলা নিতে ফের মখোমুখি চিরশত্রুরা। আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে মাঠে নামবে চিরপ্রতিদন্দ্বী ভরত-পাকিস্তান।

এক দিকে ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের সফর শুরু করবে শাহিদ আফ্রিদির পাকিস্তান। অন্যদিকে প্রথম ম্যাচে বড় ব্যাবধানে জিতে সুবিধাজনক অবস্থানে থাকা ধোনির টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দু'দলেরই চোখ থাকবে জয়ের দিকে।

তবে এদিন অবশ্য চোখ থাকবে মোহম্মদ আমিরের দিকেও। শাস্তি কাটিয়ে ফিরে আসার পর আমিরের সঙ্গে টিম ইন্ডিয়ার প্রথম সাক্ষাৎ। ভারতকে বধ করতে গেলেও আমিরকে এদিন অসাধারণ কিছু দেখাতে হবে।

বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব
   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর