বিশ্বকাপে ভরাডুবির পর গুঞ্জন ছিল সরফরাজ আহমেদই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী টি-টোয়েন্টির অধিনায়ক। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সেটা সত্যিই হলো। ওয়ানডের সহ অধিনায়ক তাই এবার পাকিস্তানের ছোট পরিসরের ক্রিকেটে নেতৃত্ব দিবেন।
এর আগে রবিবার বিশ্বকাপে ব্যর্থতার দায় মাথায় নিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান শহীদ আফ্রিদি। তবে পদ ছাড়লেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন বুম বুম খ্যাত এই অলরাউন্ডার।
গেল বছর সরফরাজকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছিল। গেল এশিয়া কাপে পাকিস্তানের হয়ে সবচেয়ে ভালো পারফর্ম করেছিলেন সরফরাজ। তাই পরবর্তী অধিনায়ক হওয়ার দৌঁড়ে তাকেই এগিয়ে রেখেছিল পিসিবি। শেষ পর্যন্ত ২৮ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদকেই পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হল।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৬/মাহবুব