ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেওয়ার উদ্দেশ্যে ভারতে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান। আলাদা ফ্লাইটে ভারতে যাওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত বদলে মঙ্গলবার এক সাথেই কলকাতার বিমান ধরেন বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জেড এয়ারওয়াজের একটি ফ্লাইটে মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে সাকিব ও মুস্তাফিজ ঢাকা ছাড়েন বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।
কলকাতায় পৌঁছে মুস্তাফিজ চলে যাবেন হায়দ্রাবাদে। তরুণ এ পেসার আইপিএলের নবম আসরে খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। এটিই মুস্তাফিজের প্রথম আইপিএল। দেশ ছাড়ার আগে মুস্তাফিজ জানান, ‘ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএল খেলতে যাচ্ছি। খুবই ভালো লাগছে। আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো করতে পারি। শুধু আমার জন্য না, সাকিব ভাইয়ের জন্যও সবাই দোয়া করবেন।’
মুস্তাফিজের আইপিএল-অভিজ্ঞতা প্রথম হলেও ব্যতিক্রম সাকিব। গত কয়েক বছর ধরে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। দেশ ছাড়ার আগে রাজধানীর অভিজাত হোটেলে একটি মোবাইল ফোন কোম্পানির সঙ্গে চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব জানান, আইপিএলে ভালো খেলাই আমার লক্ষ্য।
আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালের পর ষষ্ঠ বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মুস্তাফিজ যাচ্ছেন আইপিএল খেলতে। ১ কোটি ৪০ লাখ রুপিতে তাঁকে নিয়েছে হায়দরাবাদ।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৬/মাহবুব