ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে ৮ এপ্রিল মঞ্চে হাজির হবেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও জ্যাকুলিন ফার্নান্দেজ। আরও থাকছেন অভিনেতা রণবীর সিং ও সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিং। আগামী ৯ এপ্রিল শুরু হচ্ছে জনপ্রিয় এ ক্রিকেট লিগের নবম আসর। আগের দিন মুম্বাইয়ের ওয়ার্লির সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে হবে এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান।
তবে এবারের উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকছে আন্তর্জাতিক তারকা সংগীতশিল্পী ক্রিস ব্রাউনের গান। তারকা শোভিত উদ্বোধনে ২০০ জন ড্যান্সারও পারফর্ম করবেন।
৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হবে অনুষ্ঠান। ৯ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাইজিং পুনে সুপারজায়ান্টস'র মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল সিজন নাইন।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ