রেফারির সঙ্গে বাক-বিতণ্ডার জেরে নাপোলির আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ। সিরি 'আ'র লিগে গত রবিবার উদিনেসের বিপক্ষে নাপোলির হারের ম্যাচে খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে প্রতিপক্ষের ডিফেন্ডার ফেলিপে ডা সিলভাকে ট্যাকল করে দ্বিতীয় হলুদ দেখেন হিগুয়েইন। লাল কার্ড দেখানোয় চিৎকার করে রেফারির গায়ে হাত রাখেন আর্জেন্টাইন তারকা। আর এটিই তার জন্য কাল হয়ে দাঁড়াল।
চার ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি হিগুয়েইনকে ২০ হাজার ইউরো জরিমানাও করেছে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞার কারণে লিগে হেরাস ভেরোনা, ইন্টার মিলান, বোলোগনা ও রোমার বিপক্ষে খেলতে পারবেন না চলতি মৌসুমে সিরি 'আ'র সর্বোচ্চ গোলদাতা হিগুয়েইন।
লিগে বর্তমানে ৩১ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। সমান ম্যাচে শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৭৩ পয়েন্ট। মৌসুম শেষ হতে আর মাত্র ৭টি করে ম্যাচ বাকি। গুরুত্বপূর্ণ এই সময়ে হিগুয়েইনের নিষেধাজ্ঞাটা নাপোলির জন্য বড় দুঃসংবাদ হয়েই এলো।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ