চ্যাম্পিয়ন...চ্যাম্পিয়ন...! বিশ্বজয়ের পর এটাই যেন ওয়েস্ট ইন্ডিজের থিম সং হয়ে উঠেছে৷ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ৮ থেকে ৮০ বছর বয়সী সবাই যেন মজেছেন ডিজে ব্রাভোর চ্যাম্পিয়নের সুরে৷ এই ব্রাভো-স্যামিদের নাচ যেন থামতেই চাইছে না৷ অবশ্য তাঁরা থামানোর মুডেও নেই৷ বরং চ্যাম্পিয়ন গানটিতে নাচের জন্য ভারতীয়দের চ্যালেঞ্জ জানাচ্ছেন দলের ব্যাটিং দানব ক্রিস গেইল৷
নিজের পছন্দের দুই ভারতীয় বিরাট কোহলি, অমিতাভ বচ্চনকে এই নাচের স্টেপ করে দেখাতে বলেছেন গেইল৷ শুধু তাই নয়, মাঠের বাইরের এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডিভিলিয়ার্সকেও৷ মনে আছে, আইস বাকেট চ্যালেঞ্জের কথা? এক বালতি বরফ জল মাথায় ঢালার চ্যালেঞ্জটি বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল৷ এবার তেমনই ভাইরাল হয়ে উঠছে চ্যাম্পিয়ন চ্যালেঞ্জ৷
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৬/মাহবুব