আর দুদিন বাদেই পর্দা উঠবে আইপিএলের। আগামী শুক্রবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী। সেদিন বরাবরের মতোই আলো ঝলমলে অনুষ্ঠান উপহার দেবে কর্তৃপক্ষ।
শোনা যাচ্ছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন মার্কিন গায়ক ক্রিস ব্রাউন। আর তার সঙ্গে মঞ্চ মাতাতে থাকবেন বলিউডি নায়ক-নায়িকারা। এদেন মধ্যে রয়েছেন রণবীর সিংহ, জ্যাকলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ, হানি সিং প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল, ২০১৬/ রশিদা