বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছেন ড্যারেন স্যামি। তার নামেই হতে যাচ্ছে সেন্ট লুসিয়ার বিউসিজুর ক্রিকেট গ্রাউন্ডের নাম। ঐ ক্রিকেট গ্রাউন্ডের নাম পরিবর্তন হয়ে হতে যাচ্ছে ``ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম``।
টি-টোয়েন্টিতে ষষ্ঠ আসরে শিরোপা জয়ের পর ক্রিকেটারদের প্রতি নিজ বোর্ডের অবহেলা নিয়ে হৃদয়বিদারক এক বক্তব্য দিয়েছেন স্যামি। আর তার সেই বক্তব্যেই বোধহয় এবার মন গলেছে ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীসহ দেশটির ক্রিকেট বোর্ডের।
খেলোয়াড়দের প্রতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) অবহেলা দীর্ঘদিন ধরেই অবলোকন করছে ক্রিকেট বিশ্ব। দ্বিতীয়বার টি-টোয়েটি শিরোপা জয়ের পর ক্রিকেটারদের দাবি-দাওয়া পূরণে মনযোগী হতে ডব্লিউআইসিবি’কে পরামর্শ দিয়েছেন ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকারও।
তাই দেশকে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়ায় এবার ড্যারেন স্যামিকে বেশ ভালোভাবেই সম্মানিত করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
সেন্ট লুসিয়ার বিউসিজুর ক্রিকেট গ্রাউন্ডের নাম হতে যাচ্ছে ``ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম``। সেন্ট লুসিয়ায় স্যামিদের অর্ভ্যথনা অনুষ্ঠানে সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী ক্যানি ডি অ্যান্থনি এই ঘোষণা দেন। এই স্টেডিয়ামের একটি স্ট্যান্ড ক্যারিবীয় ক্রিকেটার চার্লসের নামে হবে।
এদিকে প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর আনন্দ প্রকাশ করে স্যামি বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। সেন্ট লুসিয়ার মানুষের ভালবাসা, শ্রদ্ধা এবং এমন ঘোষণা পেয়ে আমি সত্যিই অভিভূত। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।’
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৬/হিমেল