ভারতে অনুষ্ঠিত আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপ শেষ হতে না হতেই শোনা যাচ্ছে যে সাবেক ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় নাকি দেশটির জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। শুধু তাই নয়, শচীন, সৌরভ ও ভিভিএস লাক্সম্যান নিয়ে গঠিত ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটি এ সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে রাহুলের কাছে গিয়েছিল। তখন 'মি. ডিপেনডাবল' খ্যাত রাহুল এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা জানাতে সময় নিয়েছেন বলে খবরে বলা হচ্ছিল। আর আজ এ ব্যাপারে কথা বলেছেন রাহুল নিজেই। টিম ইন্ডিয়ার কোচ হচ্ছেন কিনা এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি তিনি। হাই-প্রোফাইল এই চাকরির জন্য হাতে যথেষ্ট সময় এবং সে অনুযায়ী যোগ্যতা আছে কিনা এসব বিষয়গুলোই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাকে প্রভাবিত করছে বলে জানান রাহুল। অনেক বিষয় বিবেচনা করার পরই তিনি এ ব্যাপারে চূড়ান্ত নিবেন বলে জানান। টিম ইন্ডিয়ার কোচ হতে প্রস্তুত কিনা এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবেই রাহুল দিল্লিতে আজ একথা বলেন। খবর পিটিঅাই'র
ভারতের সাবেক অধিনায়ক রাহুল বলেন, 'এ ধরনের কাজগুলো করার মতো আমার সেই যোগ্যতা আছে কিনা এর উপরই এ ব্যাপারে জীবনের এই পর্যায়ে এসে সিদ্ধান্ত গ্রহণ নির্ভর করে। '
৪৩ বছর বয়সী রাহুল গত প্রায় এক বছর ধরে ভারতের 'এ' দল এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সেইসঙ্গে তিনি ইন্ডিয়ার প্রিমিয়ার লীগের দল দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর হিসেবে কাজ করছেন।
রাহুল অারো বলেন, 'এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় লাগবে। আপনি কখনোই বলতে পারবেন না যে এই মুহূর্তে আপনি কোচ হওয়ার জন্য প্রস্তুত বা প্রস্তুত না। এটা এক ধরনের অভিজ্ঞতা ও শিক্ষণ। তা জানার জন্য আপনাকে তা করতে হবে। প্রতিদিন-ই আপনি তা করেন এবং তা শিখতে চান।
উল্লেখ্য, টিম ডাইরেক্টর হিসেবে সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রীর চুক্তি টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরই শেষ হয়ে গেছে। তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে আগ্রহী নয় বিসিসিঅাই। তাই রাহুল দ্রাবিড়-ই তাদের পরবর্তী টার্গেট।
বিডি/৬ এপ্রিল ২০১৬/শরীফ