ইউরোপ সেরার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের রাজধানী প্যারিসে পার্স দেস প্রিন্সিস স্টেডিয়ামে ২-২ গোলের ব্যবধানে রোমাঞ্চকর ড্র নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি-সিটি। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনহোর গোলে পরাজয়ের লজ্জা থেকে বেঁচে গেল ম্যানসিটি। তবে প্রতিপক্ষের মাঠে ড্র করলেও দুটি অ্যাওয়ে গোলের বদৌলতে সেমিফাইনালের পথে বেশ খানিকটা এগিয়ে থাকলো ম্যানুয়েল পেলেগ্রিনির দল।
প্যারিসের উদ্দেশে যাত্রা করার আগে সিটি বস গেলেগ্রিনি জানিয়েছিলেন, ‘এবার আর ড্র নয়, প্যারিসে জয়ের জন্যই মাঠে নামতে চান তারা। ইউরোপ সেরা হতে পিএসজিকে হারাতেই হবে!’
প্রতিপক্ষের মাঠে খেলতে নামার আগে কোচের এমন আত্মবিশ্বাস দলের খেলোয়াড়দের জন্য বাড়তি অনুপ্রেরণাই বটে। মাঠেও তার প্রতিফলন দেখা গেছে! খেলার ৩৮ মিনিটের মাথায় ফার্নান্দিনহোর বাড়িয়ে দেয়া বল ধরে পিএসজির গোলবারে প্রবেশ করান কেভিন ডি ব্রুইন। বেলজিয়ামের এই তারকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি।
তবে সিটির এগিয়ে থাকার ব্যবধানটাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪১ মিনিটে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করে স্বাগতিক পিএসজিকে সমতায় ফেরান জালাতন ইব্রাহিমোভিচ। প্রথমার্ধ ১-১ ব্যবধানে সমতা নিয়ে মাঠ ছাড়ে দু’দল।
দ্বিতীয়ার্ধের শুরুটা ভালো ছিল পিএসজির। ৫৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে যাওয়ার ব্যবধানটা ২-১তে পরিণত করেন আদ্রিয়ান রেবিওট। এরপর হয়তো জয়ের স্বপ্নই দেখেছিলেন স্বাগতিক দর্শকরা। কিন্তু না। সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে ম্যানসিটি তারকা ফার্নান্দিনহোর গোলে। ৭২ মিনিটে সাঙ্গার ক্রস ধরে পিএসজির জালে বল জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার। আর তাতে পরাজয়ের গ্লানি থেকে রক্ষা পেল ম্যানসিটি।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন