ঠাকুরগাঁওয়ে ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৫-২০১৬’র শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়েজনে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ১ম বিভাগ ক্রিকেট লীগ পরিচালক কমিটির আহ্বায়ক নুর-এ-শাহাদাৎ স্বজন প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে এ্যাপোলো ইলাভেন ক্লাব বনাম ক্রিকেট একাডেমি। লীগে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।
বিডি-প্রতিদিন/৭ এপ্রিল ২০১৬/শরীফ