গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচ খেলতে ব্যর্থ হওয়ায় কুয়েত ফুটবল ফেডারেশনকে ৩০ হাজার সুইস ফ্রাংক (৩১ হাজার ৫০০ মার্কিন ডলার) জরিমানা করেছে ফিফা।
ফেডারেশনের সরকারী হস্তক্ষেপের কারণে কুয়েতকে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করেছে ফিফা। সে কারণেই গত অক্টোবর থেকে কোনো ম্যাচে অংশ নিতে পারেনি কুয়েত। এই বহিষ্কারাদেশের কারণে কুয়েত বাছাইপর্বে নভেম্বরে মায়ানমারের বিপক্ষে ম্যাচ খেলতে পারেনি। ম্যাচটিতে মায়ানমারকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়।
মার্চে লাওস ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঘরের মাঠের ম্যাচদুটিও খেলতে পারেনি কুয়েত।
এরই মধ্যে ২০১৮ সালের রাশিয়ান বিশ্বকাপের জন্য দক্ষিণ কোরিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে খেলার যোগ্যতা অর্জন করেছে। মঙ্গলবার এশিয়ান গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে। খবর বাসস।
বিডি-প্রতিদিন/৭ এপ্রিল ২০১৬/শরীফ