বেলজিয়ামকে হটিয়ে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। পর্তুগালের বিপক্ষে বেলজিয়ামের হারে অনেকটা নিশ্চিতই হয়ে গিয়েছিল আর্জেন্টিনার র্যাংকিংয়ের শীর্ষে আসাটা। বাকি ছিল শুধু ফিফার আনুষ্ঠানিক ঘোষণা। অবশেষে সেটাও হয়ে গেল। অফিশিয়ালি ফিফা র্যাংকিংয়ে বর্তমানে বিশ্বের এক নম্বর দল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচেই জয় তুলে নেয় আর্জেন্টিনা। যে কারণেই র্যাংকিংয়ে তাদের এতো উন্নতি। এক ছাপ পিছিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি অবস্থান করছে ৫ নাম্বারে। শীর্ষ দশ দলের ভেতর সব থেকে বড় লাফ দিয়েছে কলম্বিয়া। চার ধাপ উপরে উঠে বর্তমানে চার নম্বরে অবস্থান করছে তারা। অন্যদিকে স্পেন ছয়ে, ব্রাজিল সাতে এবং পর্তুগাল আট নম্বরে অবস্থান করছে।
এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ৪২ নম্বরে অবস্থান করছে ইরান। ৫০ নম্বরে এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দক্ষিণ এশিয়ার মধ্যে ১৬২ নম্বরে অবস্থান করছে ভারত। ১৭৭ নম্বরে বাংলাদেশ। এছাড়া ভুটান, শ্রীলঙ্কা ও পাকিস্তান যথাক্রমে ১৮৬, ১৮৭ এবং ১৯০ নম্বরে অবস্থান করছে।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৬/মাহবুব