আইপিএলের নবম আসর শুরু হচ্ছে আগামী ১২ এপ্রিল। তবে শুরু থেকে একাদশে থাকছেন না মুস্তাফিজ রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম সেরা খেলোয়াড় যুবরাজ সিং। গোড়ালির ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া এই তারকা অলরাউন্ডারকে প্রথম দুই সপ্তাহের জন্য পাচ্ছে না দলটি। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
এ বিষয়ে সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি বলেন, ‘দুঃখের বিষয়, যুবরাজ সিংকে আমরা বেশ কয়েক সপ্তাহের জন্য পাচ্ছি না। তবে কবে নাগাদ তাকে দলে পাব সে বিষয়ে এখনো নিশ্চিত নই আমরা।’
মুডি আরও বলেন, ‘যুবরাজের মতো একজন খেলোয়াড় যে কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ। সে ব্যাট হাতে শুধু একজন ম্যাচ উইনারই নন, মিডল অর্ডারে ওভারে বল হাতেও একজন কার্যকর বোলার।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে গোড়ালির ইনজুরিতে পড়েন যুবরাজ। বিশ্বকাপের শুরু থেকে একাদশে থাকলেও সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিসের হেরে যাওয়া ম্যাচে খেলতে পারনেনি তিনি।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৬/মাহবুব