ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অাইপিএল'র দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর আরসিভি নিজেদের দুটি ভিন্ন ডিজাইনের জার্সি আজ উন্মুচন করেছে। সম্পূর্ণ নতুন কালো ও লাল রঙের জার্সি দুটি হোম এবং অ্যাওয়ে ম্যাচের জন্য ব্যবহার করা হবে। আইপিএলে হোম ও অ্যাওয়ে ম্যাচের জন্য আলাদা আলাদা জার্সিধারী প্রথম দল হলো আরসিভি। দলটির চেয়ারম্যান ও মালিক ইউনাইটেড স্পিরিট'স লিমিটেড'র প্রধান বিপণন কর্মকর্তা অমৃত থমাস একথা জানান। খবর আইএএনএস'র
বিরাট কোহলি ও ক্রিস গেইলের নেতৃত্বে দুটি ভাগে বিভক্ত হয়ে অারসিভির খেলোয়াড়েরা তাদের নতুন জার্সি দুটি প্রদর্শন করে।
উলেখ্য, অাগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টস'র মধ্যকার ম্যাচ দিয়ে আইপিএল'র নবম আসরের পর্দা উঠবে। ম্যাচটি রাত ৮টায় শুরু হবে।
বিডি-প্রতিদিন/৮ এপ্রিল ২০১৬/শরীফ