দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে মাঠে থাকবেন না শাহরুখ খান। তবে নিজের দলের দ্বিতীয় ম্যাচে মাঠে থাকবেন তিনি।
ঘরের মাঠ ইডেন গার্ডেন্সেই হবে এ খেলা। তিনদিন পর কেকেআরের দ্বিতীয় ম্যাচও ইডেনে। সেখানে থাকার কথা জানিয়েছেন কিং খান।
ইডেনে গম্ভীরদের প্র্যাক্টিসের পর কেকেআরের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বেংকি মাইসোর বলেন, ‘রবিবার মাঠে শাহরুখ খান থাকবেন না। ১৭ এপ্রিল শাহরুখের নতুন সিনেমা 'ফ্যান' মুক্তি পাচ্ছে। সেই সিনেমার প্রচারের কাজে ১৩ এপ্রিল কলকাতায় আসার কথা রয়েছে তার। সেদিন সন্ধ্যায় ইডেনে এসে দলকে সমর্থন করবেন বলে শাহরুখ নিজেই জানিয়েছেন।’
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন