ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র নবম আসরের পর্দা উঠছে আজ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৮টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং টুর্নামেন্টের নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। মুম্বাইয়ের নেতৃত্বে আছেন রোহিত শর্মা আর সুপারজায়ান্টসদের নেতৃত্বে টিম ইন্ডিয়ার অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
উল্লেখ্য, গতকাল রাতে একই ভেন্যুতে নবম আসরের জমকালো উদ্বোধন অনুষ্ঠান হয়।
বিডি-প্রতিদিন/৯ এপ্রিল ২০১৬/শরীফ