আইপিএলের নবম আসরের নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। অথচ অন্য যেকোনো দলকে ছাপিয়ে আলোচনায় মাহেন্দ্র সিং ধোনির দলটি। অধিনায়ক ধোনির জন্য তো বটে, তার ওপর রয়েছেন আরও দুই অধিনায়ক। তারা হলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। তাই তো আইপিএলের নবাগত এই দলটিকে মোটেও খাটো করে দেখা যাবে না বলে মনে করছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং পুনের কোচ স্টিফেন ফ্লেমিং।
কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লেমিং বলেন, আইপিএলে নতুন হলেও ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু পুনের কারোরই কম নয়। এছাড়া্ও তাদের আরেকটি ইতিবাচক দিক হলো অন্য দলগুলোর ওপর সবার প্রত্যাশা বেশি থাকলেও তাদের ওপর এই চাপ অনেকটা কম। তাই তাদের চমক দেখানোরও সুযোগ বেশি।
আবার অন্য যে কোনো দলের চেয়ে পুনের ব্যাটিং লাইনও অনেক বেশি শক্তিশালী বলেই মনে করেন ফ্লেমিং। স্ট্র্যাটেজি গড়ার দিক থেকে দলকে এতটাই প্রাচুর্য যোগাচ্ছে যে, অন্য দলগুলোর পক্ষে পাল্লা দেওয়া সহজ হবে না। ব্যাটসম্যানরা ভারতের পিচের সব ধরনের পরিস্থিতিতে মোকাবিলা করতে প্রস্তুত। যে কোনো ধরনের পিচেই মানিয়ে নেওয়ার ক্ষমতা এই দলের রয়েছে। এছাড়াও এই দলের অনেকেই চেন্নাই সুপার কিংসেও ছিল। আর যারা নতুন তারা অনেকেই সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপ খেলে এসেছেন। তাই ভারতের পরিবেশে মানিয়ে নেওয়ার ব্যাপারটাও তারা জানে। সব মিলিয়ে একটি দুর্দান্ত দল হিসেবে দেখা যাবে রাইজিং পুনে সুপারজায়ান্টসকে।
আইপিএলের নবম আসরের প্রথম ম্যাচে আজ শনিবার সাড়ে ৮টায় বর্তমান চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রাইজিং পুনে সুপারজায়ান্টস। তাই আজই দেখা যাবে ফ্লেমিং ভবিষ্যৎবাণী কতটা সত্যি হয়।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৬/মাহবুব