আইপিএলের নবম আসরের উদ্বোধনী ম্যাচে তারকাখচিত দল মুম্বাই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টস।
শনিবার রাতে টস জিতে ব্যাট করতে নেমে পুনেকে ১২১ রানের লক্ষ্য দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ১০ ওভার ২ বল আর ৯ উইকেট হাতে রেখে লক্ষে পৌছে যায় পুনে। এর মধ্যে ওপেনার অাজিঙ্কা রাহানে করেন ৪২ বলে অপরাজিত ৬৬ রান। আরেক ওপেনার ফ্যাফ ডু প্লেসিস করেন ৩৩ বলে ৩৪ রান। এছাড়া ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে একের পর এক উইকেট হারাতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩০ রানে ৪টি, ৪০ রানে ৫টি এবং ৫১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা মুম্বাইকে সম্মান বাঁচান হরভজন সিং। ৩০ বলে ৭ চার আর এক ছক্কায় অপরাজিত ৪৫ করেন এই স্পিনার।
রাইজিং পুনে সুপারজায়ান্টসের পক্ষে ইশান্ত শর্মা ও মিচেল মার্শ প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করেন।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/মাহবুব