প্রায় তিন বছর আগে ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেও ভারতীয় ক্রিকেট এখনো শচীনময়। বরাবরই তা প্রমাণিত হয়েছে।
ভারতীয় ক্রিকেটের প্রায় সকলেই শচীনের বড়সড় ‘ফ্যান’।
রবিবারও মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের পর এমন দৃশ্যের সাক্ষী থাকল বিশ্ববাসী। যেখানে নিজের একশোতম আইপিএল ম্যাচের পর শচীনের পা ছুঁয়ে সালঅম করলেন যুবরাজ সিং। তবে এবারই প্রথম নয়, লর্ডসের মাঠে বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের একটি প্রদশর্নী ম্যাচ চলাকালীনও এভাবেই ‘মাস্টার ব্লাস্টার’কে সম্মান জানিয়েছিলেন যুবরাজোং।
যদিও ম্যাচে প্রথমে যুবরাজ-ধাওয়ান-ওয়ার্নারের ব্যাটের দাপট এবং পরে বল হাতে মুস্তাফিজ ও নেহরার দুর্দান্ত বোলিংয়ের সামনে ৮৫ রানে ম্যাচ হেরে যায় রোহিত অ্যান্ড কোং।
বিডি-প্রতিদিন/ ০৯ মে ১৬/ সালাহ উদ্দীন