১০ মে, ২০১৬ ১৭:০৯

শাহাদাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

অনলাইন ডেস্ক

শাহাদাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফাইল ছবি

মানবিক দিক বিবেচনায় শাহাদাত হোসেন রাজীবকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে গৃহকর্মী নির্যাতনের মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধই থাকছেন জাতীয় দলের সাবেক এই পেসার।

মঙ্গলবার বিসিবি শাহাদাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়। পরে সংবাদ মাধ্যমকে জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, “একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শাহাদাত হোসেন রাজিবকে নিষিদ্ধ করা হয়েছিলো। পরে আমরা জেনেছি, শাহাদাত ও বাদীর মধ্যে একটা সমঝোতা হয়েছে। এর একটা ডকুমেন্ট সে বোর্ডে জমা দিয়েছে।”

এর আগে, গত ২৮ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে ক্রিকেটে ফেরার অনুমতি চান শাহাদাত।

বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর