টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পুনে সুপার জায়ন্টসকে মাত্র ১৩৮ রানের লক্ষ্য দিল সানরাইজার্স হায়দারাবাদ। ভিসাখাপত্মমে টসি জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। পুনে সুপার জায়ন্টসের অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পার বোলার সাঁড়াসি বোলিংয়ের সামনে ৮ উইকেটে মাত্র ১৩৭ রানেই থেমে যেতে হয়েছে মুস্তাফিজের হায়দারাবাদকে।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে সানরাইজার্স। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার আর শিখর ধাওয়ান মাত্র ১৮ রানের জুটি গড়েন। ১৪ বল খেলে ১১ রান করে আউট হয়ে যান ওয়ার্নার। ২৭ বল খেলে সর্বোচ্চ ৩৩ রান করেন শিখর ধাওয়ান।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামস খেলেন ৩৭ বল; কিন্তু রান করেন মাত্র ৩১টি। ২১ বল খেলে ২৩ রান করেন যুবরাজ। নিজের নামের প্রতি সুবিচার বলতে যা বোজায় সেটা মোটেও করতে পারলেন না তিনি। ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন। তবে আউট হওয়ার আগে ২টি ছক্কা এবং ১টি বাউন্ডারি মারেন তিনি।
দীপক হুদা করেন ১৪ রান এবং ১০ রান করেন মইসেস হেনরিক্স। অ্যাডাম জাম্পা একাই সর্বনাশ করে হায়দারাবাদের। ১৯ রান দিয়ে তিনি একাই নেন ৬ উইকেট। এবারের আইপিএরেল সেরা বোলিং ফিগার এটি। বাকি ২ উইকেট নেন আরপি সিং এবং রবিচন্দ্র অশ্বিন।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ