মুস্তাফিজের সানরাইজাসৃ হায়দরাবাদের বেঁধে দেওয়া ১৩৮ রানের লক্ষ্য টপকাতে পারলোনা ধোনির পুনে সুপার জায়ন্টস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে পুনে। ফলে ৪ রানে জয় তুলে নিয়ে আইপিএলে আরেক ধাপ সামনে এগিয়ে গেল হায়দরাবাদ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পুনে সুপার জায়ন্টসকে মাত্র ১৩৮ রানের লক্ষ্য দেয় সানরাইজার্স হায়দারাবাদ। উইকেট হারায় ৮টি। ভিসাখাপত্মমে টসি জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। পুনে সুপার জায়ন্টসের অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পার বোলার সাঁড়াসি বোলিংয়ের সামনে ৮ উইকেটে মাত্র ১৩৭ রানেই থেমে যেতে হয় মুস্তাফিজের হায়দারাবাদকে।
কিন্তু বোলিংয়ে নেমে আগুন ধরায় হায়দরাবাদের বোলাররা। এদিন মুস্তাফিজ কোন উইকেট না পেলেও প্রত্যেক বোলারই রানের লাগাম টেনে রাখে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ