বিশ বছরের বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইংল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক শার্লট এডওয়ার্ডস। গত ১০ বছর ধরে দেশটির জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বে ইংল্যান্ড তিনবার অ্যাশেজ এবং ২০০৯ সালে আইসিসি নারী বিশ্বকাপ ও আইসিসি টি-২০ বিশ্বকাপ জিতে। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে
অবসর নিলেও জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি। খবর ই্এসপিএন ক্রিকোইনফোর
১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় এডওয়ার্ডসের। অভিষেকের ১০ বছর পর তিনি ইংল্যান্ড জাতীয় নারী দলের অধিনায়ক হন। চলতি বছরের মার্চে ভারতে অনুষ্ঠিত আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিদায়ের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয় ইংল্যান্ডকে।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে তার মোট রান ১০ হাজারেরও অধিক। ব্রিটিশ ক্রীড়াজগতের প্রভাবশালী নারীদের একজনে পরিণত হন তিনি।
এদিকে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইংল্যান্ড নারী ক্রিকেট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। বর্তমান সহ-অধিনায়ক হিথের নাইট এবং সারা টেলর এক্ষেত্রে এগিয়ে আছেন।
বিডি-প্রতিদিন/১১ মে ২০১৬/শরীফ