টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭ রান তুলতেই দুই শীর্ষ ওপেনার বিরাট কোহলি ও ক্রিস গেইলকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। কোহলি ম্যাক ক্লেনাগানের বলে ৭ রান করে এবং গেইল টিম সাউদির বলে ৫ রান করে সাজঘরে ফিরেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চলমান নবম আসরের ৪১তম ম্যাচটি বেঙ্গালুরুর রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
শেষ খবর পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে আরসিবি ৫ ওভার শেষে ১৯ রান করেছে।
বিডি-প্রতিদিন/১১ মে ২০১৬/শরীফ