বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় নারী ফুটবলার ও জাতীয় দলের অধিনায়ক সোনা চৌধুরী। নিজের লেখা বই ‘গেম ইন গেম’-এ তিনি লিখেছেন ভারতে নারী খেলোয়াড়রা কর্মকর্তাদের লালসার হাত থেকে বাঁচতে নিজেরাই সমকামী হয়ে যেত।
এছাড়া খেলোয়াড়দের উপর কর্মকর্তাদের একাধিক যৌন হেনস্থা এবং মানসিক অত্যাচারের কথাও লেখা রয়েছে তার বইতে। এছাড়া সোনার দাবি, খেলোয়াড়দের নানান উপায়ে কোচ ও সচিবরা আপোস করতে বাধ্য করতেন।
তিনি আরও বলেন, ‘কোনও কর্মকর্তার হাতে যেন খেলোয়াড়রা হেনস্থা না হয়ে সেজন্যই তারা এই অদ্ভুত পন্থা অবলম্বন করত। মহিলানারী খেলোয়াড়রা একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত। মেয়েরা সবাইকে বোঝানোর চেষ্টা করত যে তারা সমকামী। একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছে।’
বিডি-প্রতিদিন/ ১১ মে ১৬/ সালাহ উদ্দীন