আইপিএল শেষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নাম লিখিয়েছেন ভারতের মারকুটে ব্যাটসম্যান ইউসুফ পাঠান। আইপিএল সতীর্থ সাকিব আল হাসানের সাথে ঢাকা আবাহনীর হয়ে ইতিমধ্যে মাঠ মাতানোও শুরু করেছেন কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার। সময় পেলে খেলছেন গলফ। আবার গ্রীষ্মেকালে ঢাকায় এলেন আর বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল খেলেন না, তা কি হয়? তাই গ্রীষ্মের সুস্বাদু রসালো এই ফলেও মজেছেন পাঠান।
গত মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নিতে ঢাকায় আসেন ইউসুফ পাঠান। পরদিন বুধবার আবাহনীর জার্সি গায়ে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেন তিনি। ওই দিন ৪৭ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন পাঠান।
তবে প্রিমিয়ার লিগের ম্যাচে কিছুদিন বিরতি থাকায় আপাতত গলফে মনযোগী হয়েছেন পাঠান। সাথে ছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা আরেক ভারতীয় ক্রিকেটার উন্মুক্ত চাঁদ। তবে শুধু গলফ নয়। কাঁঠালেও মজেছেন এই দুই ভারতীয় ক্রিকেটার। গলফ চর্চার পাশাপাশি বেশ তৃপ্তি সহকারে কাঁঠাল উপভোগ করেছেন তারা।
পরবর্তীতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তৃপ্তি সহকারে কাঁঠাল খাওয়ার তিনটি ছবি পোস্ট করেন পাঠান। যেখানে উন্মুক্ত চাঁদের সাথে গলফ খেলা শেষে কাঁঠাল খাওয়া উপভোগ করছেন বলে উল্লেখ করেছেন।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৬/মাহবুব