বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন বিশ্বের দুই শীর্ষ তারকা নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। বিশ্বের এক নম্বর তারকা সার্বিয়ান জোকোভিচ টুর্নামেন্টের ১৩তম বাছাই অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমকে ৬-২, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে উঠেন। আর গতবারের চ্যাম্পিয়ন তৃতীয় বাছাই সুইস স্তানিসলাস ভাভরিঙ্কাকে ৬-৪, ৬-২, ৪-৬, ৬-২ গেমে ফাইনালে পৌঁছেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ব্রিটিশ অ্যান্ডি মারে।
ব্রিটিশ নাম্বার ওয়ান মারে এই প্রথম ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন। আর জোকোভিচের এখন পর্যন্ত ফরাসি ওপেন জেতা হয়ে উঠেনি। তাই প্রথম ফরাসি ওপেনের শিরোপা জয়ের লড়াইয়ে টুর্নামেন্টের পুরুষ এককের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবেন জোকোভিচ ও মারে।
এদিকে, মেয়েদের এককে ফাইনালে উঠেছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস ও স্পেনিশ মুগুরুজা ব্লানকো। আজ তাদের মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হবে। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/৪ জুন ২০১৬/শরীফ