ফরাসি ওপেনের মিশ্র দ্বৈতের ফাইনাল জয়ের মধ্য দিয়ে 'ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম' পূর্ণ করলেন ভারতীয় তারকা লিয়ান্ডার পেজ। সুইস তারকা মার্টিনা হিঙ্গিসকে নিয়ে স্বদেশি তারকা সানিয়া মির্জা ও ইভান দদিগ জুটিকে হারিয়ে শিরোপা জেতেন পেজ। জয় পেতে বেশ বেগ পেতে হয় ইন্দো-সুইস এ জুটিকে। সানিয়া-ইভান জুটিকে গতকাল অনুষ্ঠিত ফাইনালে পেজ-হিঙ্গিস জুটি ৪-৬, ৬-৪, ১০-৮ গেমে হারান। ম্যাচটি ১ ঘণ্টা ২৮ মিনিট স্থায়ী হয়। খবর পিটিআই'র
গত বছর মার্টিনা হিঙ্গিসকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জেতেন লিয়ান্ডার পেজ। ফরাসি ওপেন হচ্ছে তার ১৮তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়। আর মিশ্র দ্বৈতে এটা তার ১০ম শিরোপা। অপরদিকে, হিঙ্গিসের এটা ২২তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ও মিশ্র দ্বৈতে এটা তার পঞ্চম শিরোপা।
বিডি-প্রতিদিন/৪ জুন ২০১৬/শরীফ