বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হতে সাবেক পাকিস্তানি ক্রিকেটার ফাস্ট বোলার আকিব জাভেদকে প্রস্তাব দেয়া হয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্তভাবে জানা যাবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন।
সাবেক জিম্বাবুয়ে ক্রিকেটার ফাস্ট বোলার হিথ স্টিক টাইগারদের বোলিং কোচ হিসেবে বাংলাদেশের সঙ্গে চুক্তি নবায়ন করেনননি। ফলে এ পদটি খালি রয়েছে। হিথ স্ট্রিক ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হিসেবে যোগ দিচ্ছেন বলে খবরে বলা হচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় জার্সি গায়ে ১৯৮৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় দশ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ২২ টেস্ট ম্যাচে ৫৪টি উইকেট নিয়েছেন ৪৪ বছর বয়সী আকিব জাভেদ। আর ১৬৩টি ওডিআই ম্যাচে নেন ১৮২টি উইকেট।
বিডি-প্রতিদিন/৫ জুন ২০১৬/শরীফ