আইপিএল শিরোপা জয়ী দলের সদস্য যুবরাজ সিং এখন বেশ ফুরফুরে মেজাজে। সামনে জিম্বাবুয়ে সফর। এরই মাঝে সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিয়ে আয়োজিত বিরাট কোহলি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে দেন তিনি। অনুষ্ঠানে বিরাটের সঙ্গে মঞ্চে নেচেও দেখালেন কিন্তু অনুষ্ঠান শেষেই সাংবাদিকদের ওপর ক্ষেপে গেলেন ভারতের এই তারকা অলরাউন্ডার।
সাংবাদিকরা যুবরাজের কাছে প্রশ্ন করেন- 'খুব শীঘ্রই কি ধোনিকে সরিয়ে ভারতীয় ক্রিকেটের তিনটে ফরম্যাটেই অধিনায়ক পদে দেখা যাবে কোহলিকে?' আর এতে মেজাজ হারিয়ে ফেলেন যুবরাজ।
প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ যুবরাজ বলেন, ‘আমি এখানে অনুষ্ঠান নিয়ে কথা বলতে এসেছি, ক্রিকেট নিয়ে না।’ তারপর আর কোন কথা না বলেই বেরিয়ে যান তিনি। বিরাটের সেদিনের অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনিও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৬/মাহবুব