বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং হয়ে কোচ এসেছেন সাবেক বিশ্বসেরা পেসার কোর্টনি ওয়ালশ। সাবেক এই উইন্ডিজ গতি দানব এসেই বলে দিয়েছেন বাংলাদেশ থেকে একজন কার্টলি অ্যামব্রোস চান তিনি। সেটা হলে খুশি হবেন তিনি। আর ওয়ালশের এমন কথার পর যে বাংলাদেশের পেসারদের মধ্যে যে অদৃশ্য এক লড়াই শুরু হয়ে গেছে সেটা বোঝা গেলো কামরুল ইসলাম রাব্বির কথায়।
বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপক্ষায় থাকা ডানহাতি পেসার রাব্বি নিজেই হতে চান ‘বাংলাদেশের অ্যামব্রোস’। বিষয়টি নিয়ে কথা উঠতেই রাব্বি বলে ওঠেন, ‘আজ প্রথম দিন তো ভালো বোলিং করলাম। আমাকে অনেক সাপোর্ট দিযেছেন। ইনশাল্লাহ হতেও পারি বলা যায় না। হতে পারে আমাকে পছন্দ করে ফেলেছে, আমাকে নিয়েই কাজ শুরু করে দিয়েছে।’
তবে, অ্যামব্রোসের উচ্চতার কথাও মনে করিয়ে দিচ্ছেন রাব্বি। তাই তাসকিন কিংবা আল আমিনের সুযোগ আছে অ্যামব্রোস হওয়ার- এমনই বলছেন রাব্বি, ‘অ্যামব্রোসের উচ্চতা তো ৬ ফুট ৭ ইঞ্চি। তাসকিন, আল আমিন হতে পারে। তাও তো অ্যামব্রোস আরো লম্বা। আসলে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলি না। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে বোঝা যাবে। ঘরোয়া ক্রিকেটে তো ভালো খেলছি।’
এমন একজন কোচের পাশে থাকাটাই বড় করে দেখছেন রাব্বি। কিছু না শেখালেও ড্রেসিংরুমে ওয়ালশের উপস্থিতিটাই প্রেরণা হিসেবে নিতে চান তিনি, ‘সে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এসব পরিবেশ তার কাছে অনেকটা আয়ত্তের মধ্যে। সে কিন্তু জানে একজন বোলারের যখন বাজে ফর্ম যায় তাকে কিভাবে ফেরানো যায়। যখন ব্যাটসম্যান আমাকে ডমিনেট করবে তখন সেও বুঝবে আমার মানসিক অবস্থা কেমন।’
প্রথমদিন কেমন কাটলো ওয়ালশের সাথে? কেমন দেখলেন? রাব্বি বলছেন, ‘সে তো অনেক বড় লিজেন্ড। আজ বুঝলাম সে বেসিক অ্যাকশন অনেক পছন্দ করে। ওই রকম তেমন কিছু নিয়ে কাজ করেনি। শুধু আল আমিনের গ্রিপ নিয়ে কাজ করছিলো। আর রুবেলের গ্রিপ দেখাচ্ছিলো। আমাকে যে কাজগুলো দিয়েছে ঠিকভাবে করতে পেরেছি বলে হয়তো কিছু বলেনি। আমাকে বলেছে বোলিং করার জন্য আমার রান আপ ঠিক আছে।’
বিডি-প্রতিদিন/তাফসীর