সিলেটে মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে দৈনিক সংবাদ দলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্রতিদিন।
সোমবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় এই সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই দৈনিক সংবাদ প্রতিদিনকে চেপে ধরে বাংলাদেশ প্রতিদিন। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে সংবাদের রক্ষণভাগ। দুরন্ত আক্রমণ থেকে বাংলাদেশ প্রতিদিনের হয়ে মান্না চৌধুরী দুটি, অপু ও কোহিনুর একটি করে গোল করেছেন। বিপরীতে ম্যাচের শেষার্ধের একেবারে শেষমুহুর্তে বাংলাদেশ প্রতিদিনের আয়েশি হয়ে পড়ায় নুর আহমদের পা থেকে একটি গোল শোধ করে দৈনিক সংবাদ।
দুর্দান্ত এই জয়ে টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ প্রতিদিন। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেল এস।
বিডি প্রতিদিন/ ০৫ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন